West Bengal News: স্মার্ট মিটার লাগাতে বাধা গ্রাহকের, বাধ্য হয়ে পুরনো মিটার লাগিয়ে দিলেন বিদ্যুৎকর্মীরা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
West Bengal news: নদিয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা অতনু সাহার বাড়িতে শান্তিপুর বিদ্যুৎ অফিস থেকে কিছু ঠিকা কর্মী স্মার্ট মিটার লাগাতে আসলে তিনি আপত্তি জানান।
নদিয়া: গ্রাহকের আপত্তিকে তোয়াক্কা না করে এক প্রকার ভুল বুঝিয়ে স্মার্ট মিটার লাগাতে গিয়ে বিপাকে পড়লেন ঠিকা কর্মীরা। সরকারি নির্দেশ দেখাতে না পেরে শেষমেশ সিদ্ধান্ত বদল বসানো হল পুরোনো মিটারই। গ্রাহকদের একপ্রকার সম্পূর্ণভাবে আঁধারে রেখে নিঃশব্দে বসানো হচ্ছে স্মার্ট মিটার এমনই অভিযোগ বেশ কিছু গ্রাহকের।
গ্রাহকদের জন্যই উন্নয়ন আর তাঁদের কাছে বিষয় স্পষ্ট না হলে তারা কেনই বা লাগাবেন! কেউ ভয়ে কেউ বা পরবর্তীতে সুযোগ না থাকার জন্যই একে অন্যের দেখে অন্যেরা কিছু না বুঝে লাগালেও কিছু ব্যতিক্রমী গ্রাহক আছেন যারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন। নদিয়ার শান্তিপুর চৌগাছা পাড়ার বাসিন্দা অতনু সাহার বাড়িতে শান্তিপুর বিদ্যুৎ অফিস থেকে কিছু ঠিকা কর্মী স্মার্ট মিটার লাগাতে আসলে তিনি আপত্তি জানান। অতনু সাহা বিদ্যুৎকর্মীদের কাছে জানতে চান স্মার্ট মিটার বাধ্যতামূলক কিনা।
advertisement
advertisement
উত্তর না পেয়ে তিনি বিদ্যুৎ অফিসের আধিকারিককে জানতে চান তিনি। অবশ্য বাধ্যতামূলক নয় বলেই জানান যদিও এরই মধ্যে ওই ঠিকাকর্মীরা তার পুরনো মিটার খুলে নতুন স্মার্ট মিটার বসিয়ে দেন যদিও প্রবল আপত্তির কারণে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করে আবারও পুরানো মিটার বসাতে বাধ্য হন ওই ঠিকা কর্মীরা।
advertisement
এই ব্যাপারে অতনু বলেন শান্তিপুরে জন উদ্যোগের যে আন্দোলন চলছে তা থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এবং গ্রাহকদের মনে থাকা খুব স্বাভাবিক প্রশ্নগুলোর জন্যই এই গণ আন্দোলন গড়ে উঠছে। সে ক্ষেত্রে তিনি তাদের সদস্য না হলেও, বিদ্যুৎ দফতরের কাছে সংগঠনের প্রশ্নর সঙ্গে তারও জিজ্ঞাস্য। আর এর সদুত্তর পেলে তবেই তিনি লাগাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: স্মার্ট মিটার লাগাতে বাধা গ্রাহকের, বাধ্য হয়ে পুরনো মিটার লাগিয়ে দিলেন বিদ্যুৎকর্মীরা
