নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা! দুমড়ে মুচড়ে স্কুল গাড়ি, ছড়িয়ে ছিটিয়ে র*ক্ত! গুরুতর জখম ৪ পড়ুয়া
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Egra School Car Accident: শনিবার এগরার জ্ঞানদীপ স্কুলের একটি মাহিন্দ্রা বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হয় ৪ পড়ুয়া।
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: এগরায় ফের ভয়াবহ পথদুর্ঘটনার কবলে স্কুল গাড়ি। গুরুতর আহত ৪ স্কুল ছাত্র-ছাত্রী। শনিবার এগরার জ্ঞানদীপ স্কুলের একটি মাহিন্দ্রা বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ৪ পড়ুয়াই গুরুতর আহত। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের কৌড়দায় দুর্ঘটনাটি ঘটেছে। কাঁথি বেলদা রাজ্য সড়কের রাস্তার কৌড়দায় বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্কুল পড়ুয়া বোঝাই গাড়ি। এগরার জ্ঞানদীপ স্কুলের মহেন্দ্রা বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হয় ৪ জন ছাত্র-ছাত্রী।
আরও পড়ুনঃ শিশুর বলিতে টনক নড়ল প্রশাসনের! পথদুর্ঘটনা রুখতে স্কুলের সামনে এবং রাস্তার গুরুত্বপূর্ণ অংশে বসছে পেভার ব্লক
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গাড়ির যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত ছাত্র ছাত্রীদের দ্রুত উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে দুজন পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে বার বার স্কুলের গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 10:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা! দুমড়ে মুচড়ে স্কুল গাড়ি, ছড়িয়ে ছিটিয়ে র*ক্ত! গুরুতর জখম ৪ পড়ুয়া