South 24 Parganas News : মিগজাউমের প্রভাব বাংলায়, পাকা ধান থেকে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বাংলায় শুরু হয়েছে বৃষ্টি। আর এই অসময়ে বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে চাষীকুলের ।
দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাডু আর অন্ধ্র প্রদেশে রবিবার থেকে প্রবল বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার দুপুরে তামিলনাডু আর রাজধানী চেন্নাইয়ের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও শহরের বহু অঞ্চল জলে ডুবে আছে। এবার তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বাংলায় শুরু হয়েছে বৃষ্টি। আর এই অসময়ে বৃষ্টির জেরে মাথায় হাত পড়েছে চাষীকুলের। মাঠে পড়ে রয়েছে পাকা ধান অসময়ে বৃষ্টির জন্য পাকা ধানে লাগতে পারে পোকা, আর এই পোকা লেগে নষ্ট হতে পারে পাকা ধান।
এছাড়াও এই বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হতে পারে সবজি চাষে। আলু, পিয়াজ, ফুলকপি, বাঁধাকপি সহ একাধিক সবজিতে পোকার সংক্রমণ বাড়তে পারে আর তার জেরে অগ্নি মূল্য হতে পারে সবজি। গত বছর ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় প্রভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল বাংলার কৃষকদের। নষ্ট হয়ে গিয়েছিল ধান থেকে শুরু করে বিভিন্ন সবজি। আর তার প্রভাবে বাজারে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি বেড়ে গিয়েছিল পিয়াজ আলু থেকে শুরু করে একাধিক সবজির। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নষ্ট হয়ে যায় জমির ফসল।
advertisement
advertisement
এবছর সঠিক সময়ে বৃষ্টি না হয়ে অসময়ে হওয়ারকারণে ফসল নষ্ট হতে চলেছে। পাশাপাশি এই মেঘলা আবহাওয়ার কারণে সবজিতে পোকার আক্রমণ বেড়ে যাচ্ছে এর ফলে প্রচুর সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রভাবে সবজির বাজারে আগুন ছোঁয়া দাম হবে মনে করা হচ্ছে। বাজারে সবজির চাহিদা থাকলেও চাহিদা পূরণ না হয় সবজির বাজার মূল্য আগুন ছোঁয়া হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ীদের হাতে এই টাকা চলে যায় চাষীরা সেই পরিমাণে টাকা পায় না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাই আবহাওয়ার উন্নতি হওয়ার দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক এলাকার কৃষকেরা।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : মিগজাউমের প্রভাব বাংলায়, পাকা ধান থেকে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা