South 24 Parganas News: হাসপাতালের ঝিল যেন পাখিরালয়, শীত পড়তেই ডায়মন্ডহারবারে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখি
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
শীত পড়তেই পরিযায়ী পাখি আসতে শুরু করেছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ঝিলে। এই ঝিলের সৌন্দার্যায়নের কাজ শুরু হয়েছিল আগেই। এবার তার ফল মিলছে।
ডায়মন্ডহারবার: শীত পড়তেই পরিযায়ী পাখি আসতে শুরু করেছে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের ঝিলে। এই ঝিলের সৌন্দার্যায়নের কাজ শুরু হয়েছিল আগেই। এবার তার ফল মিলছে। ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের মধ্যে একটি বড় ঝিল রয়েছে, ঝিলের দুটি অংশের মধ্যে একটি ছোট দ্বীপ ও রয়েছে। যা পাখিদের কাছে খুবই আকর্ষণীয়। প্রতি বছর এই ঝিলে হাজার হাজার পরিযায়ী পাখি আসে।
পাখিদের মেলা লেগে থাকে সবসময়। তবে শীতকালে সেই সংখ্যা বাড়ে। এই বিপুল পরিমাণ পাখির জন্য পর্যাপ্ত গাছ রয়েছে। তাই মেডিক্যাল কলেজে আগত রুগির আত্মীয় পরিজনদের কাছে এই ঝিল লাগোয়া এলাকা শান্তির জায়গা। সেজন্য মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই স্থানের সৌন্দর্যায়নের কাজ শুরু করেছিল। এই ঝিলটি ডায়মন্ডহারবারের অন্যতম দর্শনীয় জায়গাগুলির মধ্যে একটি। অনেকেই এখানে আসেন ছবি তোলার জন্য।
advertisement
advertisement
স্থানীয়দের কাছে এই ঝিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধুমাত্র পাখি দেখতে নয়। এখানে মাছ ধরার পাস দেওয়া হয় মাঝে মধ্যেই। সেই পাস নিয়ে অনেকেই মাছও ধরেন। ডাক্তার দেখাতে নয়, আপনিও পাখী দেখতে চাইলে ঘুরে আসতেই পারেন এই ঝিলে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নি:সন্দেহে এই ঝিল মুগ্ধ করবে আপনাকে।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 11:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হাসপাতালের ঝিল যেন পাখিরালয়, শীত পড়তেই ডায়মন্ডহারবারে ভিড় জমাচ্ছে পরিযায়ী পাখি