East Medinipur News: দেশরক্ষায় গিয়ে উধাও নন্দকুমারের যুবক! বায়ুসেনা জওয়ান ছেলেকে ফিরে পেতে মরিয়া পরিবার
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
দেশ রক্ষার কাজে গিয়ে নিখোঁজ বায়ুসেনা কর্মী। ছেলে বায়ুসেনার কর্মী, সম্প্রতি ছুটিতে এসে বাবা মাকে নিয়ে বেড়াতেও গিয়েছিল। ছুটি কাটিয়ে ফিরে যায় নিজের কাজের জায়গায়। তারপরই নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার।
নন্দকুমার: দেশ রক্ষার্থে কাজে গিয়ে নিখোঁজ বায়ুসেনা জওয়ান। ছেলে বায়ুসেনার জওয়ান, সম্প্রতি ছুটিতে এসে বাবা মাকে নিয়ে বেড়াতেও যান। ছুটি কাটিয়ে ফিরে যান নিজের কাজের জায়গায়। বায়ুসেনার ক্যাম্পে গিয়ে বাড়িতে বাবা মাকে ফোনও করেন, কিন্তু তারপরেই প্রায় এক মাস যাবত ছেলের কোনও খোঁজ নেই। দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। চোখের জলে মায়ের কাতর আবেদন আমার ছেলেকে ফিরিয়ে দিন।
২০১৫ সালে ইন্ডিয়ান এয়ারফোর্স টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ শুরু করে নন্দকুমার ব্লকের মাধবপুর গ্রামের বছর ২৮ এর বুদ্ধদেব দাস। বেশ কয়েক বছর চন্ডিগড়ে থাকার পর প্রায় দু’বছর হল মহারাষ্ট্রের নাসিকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বদলি হন তিনি। মা-বাবাকে নিয়ে বৃন্দাবন ঘুরতে যাবেন বলে ছুটিতে বাড়িতে এসেছিলেন বুদ্ধদেব দাস। তীর্থ ভবন করে মা-বাবাকে বাড়িতে রেখে আবারও নিজের কাজের জায়গায় ফিরে যায়। তারপর থেকে অস্বাভাবিকভাবে নিখোঁজ নন্দকুমারের ওই বায়ুসেনা জওয়ান।
advertisement
advertisement
চলতি বছরের ১১ মার্চ ছুটিতে বাড়ি আসেন। এরপর বাবা মাকে নিয়ে বৃন্দাবন তীর্থ দর্শনে যান। ছুটি কাটিয়ে বাবা-মাকে বাড়িতে রেখে ১ এপ্রিলে মহারাষ্ট্রে নাসিকে কাজে যোগদান করেন। ৪ এপ্রিল শেষ বার ফোনে কথা হয় বাবা মায়ের সঙ্গে। এরপর থেকে আর যোগাযোগ হয়নি ছেলের সঙ্গে। ছেলের বন্ধুদের মারফত খবর পান যে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আর রুমে ফেরেননি বৃন্দাবন। এই মর্মে নাসিক থানায় নাসিক এয়ারফোর্স-এর তরফ থেকে নিখোঁজ অভিযোগ করা হয়েছে। ছেলে এইভাবে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বাবা-মা-সহ পরিবার।
advertisement
বুদ্ধদেবের বাবা গৌর গোপাল দাস বলেন, ‘ছেলের সঙ্গে শেষ বার কথা হয়েছিল গত ৪ এপ্রিল তারপর আর কথা হয়নি। মহারাষ্ট্রের নাসিক গিয়েছিলেন সেখানেও পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি। একপ্রকার খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। দেশ রক্ষা করতে গিয়ে ছেলে নিখোঁজ, তাই সরকারের কাছে একান্ত অনুরোধ, ছেলেকে ফিরে পাওয়ার। ইতিমধ্যে নাসিক পুলিশ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সমস্ত জায়গায় খোঁজখবর শুরু করেছেন। কবে বাড়ির ছেলে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছে নন্দকুমারের দাস পরিবার।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 6:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: দেশরক্ষায় গিয়ে উধাও নন্দকুমারের যুবক! বায়ুসেনা জওয়ান ছেলেকে ফিরে পেতে মরিয়া পরিবার









