Picnic Spots: রূপনারায়ণের তীরে এবার পিকনিকে নয়া নিয়ম! শীতের শুরুতেই তৎপর পৌরসভা, সুবিধা বাড়বে পর্যটকদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
East Medinipur Picnic Spots: রূপনারায়ণ নদের তীরে প্রতি বছর শীতের সময় বহু মানুষ পিকনিকে আসেন। সুষ্ঠুভাবে পিকনিক সহ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট পৌর প্রশাসন। তাই বিশেষ উদ্যোগ নিল পৌর প্রশাসন। ফলে এবার রূপনারায়ণ নদের তীরে পিকনিকে জমবে মজা।
তমলুক, সৈকত শী: ক্যালেন্ডারের পাতায় শীতকাল। আর শীতকাল মানেই পিকনিকের মরশুম। শীতের দিনে মিষ্টি রোদ গায়ে মেখে পিকনিক করতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শীতকালে ছুটির দিন ও শনি, রবিবার বিভিন্ন পিকনিক স্পটগুলি জনসমাগমে ভরে ওঠে। শেষের দিনে পিকনিক স্পট বলতে মূলত বাঙালিদের কাছে নদীপাড় অত্যন্ত প্রিয় জায়গা। শীতের রোদেলা দুপুরে নদীর বালুচরে পিকনিক জমে ওঠে। রূপনারায়ণ নদের তীরে প্রতি বছর শীতের সময় বহু মানুষ পিকনিকে আসেন। সুষ্ঠুভাবে পিকনিক-সহ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট পৌর প্রশাসন। তাই বিশেষ উদ্যোগ নিল পৌর প্রশাসন। ফলে এবার রূপনারায়ণ নদের তীরে পিকনিকে জমবে মজা।
পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় পিকনিক স্পট রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা নদনদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত। ফলে প্রতিটি পিকনিক স্পটে পিকনিক করতে আসা সাধারণ মানুষের জনসমাগম হয় প্রচুর। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। শীতের সময় তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত রূপনারায়ণ নদের তীরে পিকনিক করতে বহু মানুষের সমাগম হয়। এবার পিকনিক করতে আসা মানুষজনদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় নজর দিল পৌর প্রশাসন।
advertisement
advertisement
রূপনারায়ণ নদের তীরে পিকনিক নিয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়া জানান, পিকনিক করতে আসা মানুষজনদের সুবিধার্থে পৌরসভা একাধিক ব্যবস্থা নিয়েছে। যেমন পানীয় জল, শৌচাগার, বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেওয়া হয়েছে রূপনারায়ণ নদের তীরে। এছাড়াও পুলিশের সঙ্গে যৌথভাবে পিকনিক স্পটে মনিটরিং করবে পৌরসভার কর্মীরা। এছাড়াও পৌরসভা থেকে যত্রতত্র খাবারের প্লেট ও নোংরা আবর্জনা ফেলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থাকবে ডাস্টবিন। মোতায়ান থাকবে পৌরসভার সাফাই কর্মীরা। থাকছে হেল্প ডেক্স। সব মিলিয়ে পিকনিক করতে আসা মানুষজনদের সুবিধা দিতে ব্যবস্থা করছে পৌর প্রশাসন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীতের দিনে নদী পাড়ে পিকনিক অত্যন্ত জনপ্রিয়। এবার রূপনারায়ণ নদীর পাড়ে পাড়ে পিকনিক করতে মানুষজনদের জন্য একাধিক ব্যবস্থার পাশাপাশি নিয়মও জারি করল পৌরসভা। নদী পাড়ে এসে সুষ্ঠুভাবে যাতে সাধারণ মানুষ পিকনিক করতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে পৌরসভা থেকে জানা যায়। পৌরসভা একদিকে যেমন সুষ্ঠুভাবে পিকনিকের ব্যবস্থা করেন পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে ও নজর দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 28, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic Spots: রূপনারায়ণের তীরে এবার পিকনিকে নয়া নিয়ম! শীতের শুরুতেই তৎপর পৌরসভা, সুবিধা বাড়বে পর্যটকদের
