Manas Bhunia: কৃষকদের জন্য সুখবর! ৫ জেলার সেচ ব্যবস্থার আধুনিকীকরণে নয়া উদ্যোগ রাজ্যের, পুরুলিয়ায় জানালেন মানস ভূঁইয়া

Last Updated:

Purulia Manas Bhunia: রাজ্য সরকারের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় সহায়ক হবে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহের নিশ্চয়তা বৃদ্ধি পাবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। 

+
রাজ্যের

রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া

পুরুলিয়া, শান্তনু দাস: কৃষকদের সুবিধার্থে সেচ ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকরী করার জন্য এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার রুখাসুখা এলাকাগুলোর সেচ ব্যবস্থার উন্নতির জন্য বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানালেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া। বিশেষত পুরুলিয়া জেলার সেচ পরিকাঠাম বহুদিন ধরেই তুলনামূলকভাবে দুর্বল।
যদিও রাজ্য সরকারের উদ্যোগে বহু চেক ড্যাম নির্মাণের মাধ্যমে জেলার সেচ ব্যবস্থার উন্নতি ঘটান হয়েছে, তবুও এখনও কিছু এলাকার কৃষিজমিতে পর্যাপ্ত সেচ পৌঁছচ্ছে না। এর ফলে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
advertisement
পুরুলিয়ায় এসে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, “জেলার নদীর ক্যানেলে জল সরবরাহ অত্যন্ত সীমিত। আমার দফতর ইতিমধ্যেই ১৪৩টি ড্যামে সেচের ব্যবস্থা করেছে। আমরা লক্ষ্য রাখছি যাতে ভবিষ্যতে আরও বেশি ড্যাম তৈরি করা যায় এবং বড় দিঘিগুলোর সংস্কার করা যায়।” পুরুলিয়া জেলায় অধিকাংশ ড্যাম সংস্কারের অভাবে ভুগছে তা এদিন স্বীকার করে নেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলেন, “পুরুলিয়ার অধিকাংশ ড্যাম সংস্কারের অভাবে সমস্যা তৈরি হচ্ছে। তাই সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য আমি বিশেষভাবে টাকা বরাদ্দ করছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য সরকারের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় সহায়ক হবে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহের নিশ্চয়তা বৃদ্ধি পাবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। জলসম্পদ মন্ত্রকের তৎপরতা ও বরাদ্দকৃত তহবিলের মাধ্যমে পুরুলিয়া সহ রুখাসুখা এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবে এবং কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manas Bhunia: কৃষকদের জন্য সুখবর! ৫ জেলার সেচ ব্যবস্থার আধুনিকীকরণে নয়া উদ্যোগ রাজ্যের, পুরুলিয়ায় জানালেন মানস ভূঁইয়া
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement