Indian Railways ROB: উখড়াবাসীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ! দূর হবে রেল গেট যন্ত্রণা

Last Updated:

West Bardhaman Indian Railways ROB: বিধায়ক ও সাংসদের প্রচেষ্টায় উখড়াতে শুরু হতে চলেছে রেল ওভারব্রিজের কাজ। ব্রিজের চূড়ান্ত রূপরেখা নিয়ে রেলগেট সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন রেলের সিইও।

+
ওভারব্রিজের

ওভারব্রিজের চূড়ান্ত রূপরেখা নিয়ে এলাকা পরিদর্শন রেল কর্তৃপক্ষের  

দুর্গাপুর, দীপিকা সরকার: অণ্ডাল থানার উখড়া শঙ্করপুর রেল গেটের ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার। গুরুত্বপূর্ণ ওই এলাকার মানুষের ভোগান্তি দূর হবে এবার। অণ্ডাল-সাঁইথিয়া রুটে ঘন ঘন রেল ও মালগাড়ি  যাতায়াতের কারণে বারংবার শঙ্করপুর রেল গেট বন্ধ থাকে। ফলে দুর্ভোগের শিকার হতেন পথচারীরা। ব্যাপক যানজটের সৃষ্টি হত। সমস্যায় পড়তেন স্কুল পড়ুয়া সহ অ্যাম্বুল্যান্সে থাকা রোগী ও সাধারণ মানুষ।
ওই রাস্তা দিয়ে পাণ্ডবেশ্বর, অণ্ডাল ও দুর্গাপুর – ফরিদপুর ব্লকের বহু মানুষের নিত্য যাতায়াত রয়েছে। ১৯ নম্বর জাতীয় সড়ক যাওয়ার জন্য এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা৷ এলাকাবাসী ও পথচারিদের দীর্ঘদিনের দাবি ছিল শঙ্করপুর রেল গেট এড়িয়ে চলতে রেল ওভার ব্রীজ নির্মাণের। সেই মতো পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে চিঠি করেন৷ সাংসদ সংশ্লিষ্ট দফতরে ওভার ব্রিজের জন্য আবেদন করেন। সেই মতো বৃহস্পতিবার শঙ্করপুর রেল গেট ও রাস্তা পরিদর্শনে আসেন রেলের আসানসোল-সহ চারটি ডিভিশনের সিইও অজয় কুমার। তাঁর সঙ্গে ছিলেন, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।
advertisement
advertisement
এলাকাবাসীর দাবি, অবশেষে শুরু হতে চলেছে উখড়া রেলওয়ে ওভার ব্রিজের কাজ। শুনেই স্বস্তি মিলেছে। দীর্ঘদিনের চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী হাজার হাজার নিত্য পথচারীরা৷ প্রতিনিয়ত এলাকার মানুষকে সমস্যায় ফেলে শঙ্করপুর রেলের ফাটক। অবশেষে এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। রেল আধিকারিকরা চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করেন৷ রেলের আধিকারিক  ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রেল গেট এলাকা পরিদর্শন করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কয়েক বছর ধরে মাপযোগ, কথাবার্তা চলার পর এদিন চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিকগণ। স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াস ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার উদ্যোগে এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার এবার অবসান হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways ROB: উখড়াবাসীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ! দূর হবে রেল গেট যন্ত্রণা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement