অভাবের তাড়নায় ভিনরাজ্যে পাড়ি! পথে মর্মান্তিক ঘটনা, কাঁথির দরিদ্র পরিযায়ী শ্রমিকের পরিবারে হাহাকার

Last Updated:

রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত শুক্রবার ভোর পাঁচটা নাগাদ কাঁথি থেকে পরিবারের পাঁচজন রওনা দেন উত্তরপ্রদেশ। কিন্তু নতুন জীবিকার খোঁজে বেরিয়ে ঘটল অঘটন।

দুর্ঘটনায় নিহত চালতি গ্রামের পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং ছেলে
দুর্ঘটনায় নিহত চালতি গ্রামের পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং ছেলে
কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: প্রতিদিনের অন্নের টানে পরিবার-পরিজন নিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছিলেন, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের চালতি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর সাহা (৩৬)। রাজমিস্ত্রির কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে গত শুক্রবার ভোর পাঁচটা নাগাদ কাঁথি থেকে পরিবারের পাঁচজন রওনা দেন। কিন্তু নতুন জীবিকার খোঁজে বেরিয়ে ঘটল অঘটন।
শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ ট্রেন থেকে নামার পর আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে অটোতে যাত্রা করার সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারান জাহাঙ্গীর সাহার স্ত্রী ফরিদা বিবি (৩০) এবং বড় ছেলে জাহানসিম সাহা (১২)। বাকি তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর সাহা নিজে (৩৬), ছোট ছেলে ফারজান সাহা (৭) এবং ভাগ্নি সাহারিনা খাতুন (১৫)।
advertisement
আরও পড়ুনঃ  দিঘার ‘প্রাণকেন্দ্র’ এই মার্কেটের করুণ হাল, জলজট আর অন্ধকারে ভুগছে পর্যটকদের অন্যতম আকর্ষণ
হঠাৎ এই মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে গোটা চালতি গ্রাম। জাহাঙ্গীরের পরিবারে দীর্ঘদিন ধরেই দারিদ্র্যের ছাপ। তার মা শারীরিকভাবে প্রতিবন্ধী, আর বাবা মানসিক ভারসাম্যহীন। সংসারের একমাত্র রোজগার ছিল জাহাঙ্গীর ও তার স্ত্রী ফরিদা। তাঁদের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, অভাবের তাড়নায় জাহাঙ্গীর পরিবার নিয়ে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়েছিলেন। অথচ যাত্রাতেই মৃত্যু কেড়ে নিল স্ত্রীর ও সন্তানের জীবন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাঁথি থানার পক্ষ থেকে পরিবারের কাছে দুর্ঘটনার খবর পৌঁছাতেই চারদিক থেকে গ্রামে ভিড় জমে যায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশী, সবার চোখে অশ্রু আর হাহাকার। মৃতদের পরিবারের এক আত্মীয় শেখ হাকিম বলেন, “অভাবের সংসারে ভরসা ছিল জাহাঙ্গীর আর তার স্ত্রী। কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়েছিল। দুর্ঘটনায় স্ত্রী-সন্তানের মৃত্যুতে পরিবার কার্যত ভেঙে গেল। আমরা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অভাবের তাড়নায় ভিনরাজ্যে পাড়ি! পথে মর্মান্তিক ঘটনা, কাঁথির দরিদ্র পরিযায়ী শ্রমিকের পরিবারে হাহাকার
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement