Digha Tour: দিঘায় আসা পর্যটকদের খরচ কমিয়ে দিল প্রশাসন, উৎসবের মরশুমে বাঁচবে অঢেল টাকা! বিনামূল্যে পানীয় জলের বন্দোবস্ত
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Digha Tour: বড়দিনে দিঘার পর্যটকদের জন্য দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগ বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: বড়দিনে দিঘার পর্যটকদের জন্য চমৎকার খবর! দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (DSDA)-এর এই উদ্যোগ বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। পর্যটকদের ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলতে বড় উদ্যোগ। পর্যটনের এই ভরা মরশুমে নতুন উদ্যোগে উপকার পাবেন বহু পর্যটক।
উল্লেখ্য, উৎসবের মরশুমে দিঘায় প্রচুর ভিড় হয়। আর সেই ভিড়ের মধ্যে পরিচ্ছন্ন ও নিরাপদ পানীয় জলের জোগান দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। যার ফল ভুগতে হয়েছে পর্যটকদের। ঘুরতে গিয়ে জল কিনে খেতে হয়েছে তাঁদের। কিন্তু বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হওয়ার ফলে পর্যটকদের বাড়তি জল কেনার খরচ বাঁচবে।
advertisement
advertisement
ইতিমধ্যে, বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের ক্যাম্প দিঘার বিচগুলিতে বসানো হয়েছে। দিঘায় ঘুরতে আসা পর্যটকরা বিনামূল্যে পানীয় জল পেয়ে খুশি। পকেট থেকে বাড়তি টাকা খরচ না করে পানীয় জলের ব্যবস্থা হওয়ায় তাঁরা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে।
আরও পড়ুন: তাক লাগানো বিজনেস আইডিয়া, বাড়িতে বসেই মেদিনীপুরের যুবতী বানাচ্ছেন অভিনব গয়না! লুফে নিচ্ছেন ক্রেতারা, লাভ অঢেল
প্রশাসন সূত্রে খবর, উৎসবের দিনগুলিতে আগামী কয়েকদিন এই পরিষেবা চালু থাকবে। আর এই উদ্যোগের ফলে পর্যটকদের যেমন সুবিধা হবে, তেমনভাবেই সমুদ্রসৈকতে কমবে দূষণ। কারণ এই উদ্যোগের ফলে পানীয় জলের প্লাস্টিক বোতলের ব্যবহার অনেকটাই কমবে। যা দিঘার সমুদ্রতটকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। প্রশাসনের এই উদ্যোগে খুশি দিঘায় ঘুরতে আসা পর্যটকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Digha,North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 25, 2025 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Tour: দিঘায় আসা পর্যটকদের খরচ কমিয়ে দিল প্রশাসন, উৎসবের মরশুমে বাঁচবে অঢেল টাকা! বিনামূল্যে পানীয় জলের বন্দোবস্ত







