Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মুখে হাসি ফুল চাষিদের, বাংলার ফুলে সাজবে রাম মন্দির

Last Updated:

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশজুড়ে সাজ সাজ রব। সোমবার মন্দিরের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অবশ্য তার আগে থেকেই রামমন্দিরে পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে

+
অযোধ্যার

অযোধ্যার রাম মন্দিরের শোভা পাবে পাঁশকুড়ার ফুল

পূর্ব মেদিনীপুর: সোমবার বহু অযোধ্যায় প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই রাম মন্দির উদ্বোধন ঘিরে খুশির ঢেউ পূর্ব মেদিনীপুর জেলার ফুল চাষি ও ফুল ব্যবসায়ী মহলে। এই উপলক্ষে জেলা থেকে কোটি কোটি টাকার ফুল যাচ্ছে অযোধ্যায়। নবনির্মিত রাম মন্দির সেজে উঠবে এই জেলার ফুলে। একদিকে বছরে প্রথম বিয়ের মরশুম, অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন। সবমিলিয়ে চাহিদা তুঙ্গে। আর তাতেই বাজারে ফুলের ভাল দাম পাচ্ছেন ব্যবসায়ীরা। হাসি ফুটেছে ফুল চাষি থেকে ফুল ব্যবসায়ীদের মুখে।
advertisement
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশজুড়ে সাজ সাজ রব। সোমবার মন্দিরের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অবশ্য তার আগে থেকেই রামমন্দিরে পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে। গোটা রামমন্দির চত্বর বাহারি ফুল দিয়ে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মন্দির সাজানোর কাজে ব্যবহার হবে মূলত চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল। এই ফুলের একটি বড় অংশের জোগান দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। দিল্লির ব্যবসায়ীরা এজেন্টের মাধ্যমে এই জেলা থেকে সরাসরি ফুল কিনছেন। ফলে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বাজারে বেড়েছে ফুলের দাম। খুশি ফুল চাষিরা।
advertisement
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় ৩০ রকমের ফুলের চাষ হয়। গুণগত মানের কারণে দেশে-বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাঁদার যথেষ্ট কদর রয়েছে। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণ।
আরও খবর পড়তে ফলো করুন
রাম মন্দির উদ্বোধন ঘিরে ফুলের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, রাম মন্দির উদ্বোধন ঘিরে জেলা থেকে বহু ফুল গিয়েছে অযোধ্যায়। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে রাজ্য ও দেশজুড়ে বহু মন্দির সাজিয়ে তোলার কাজ হচ্ছে। তাই বাজারে ফুলের চাহিদা রয়েছে। ফুলের ভাল দাম থাকায় খুশি চাষিরা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠায় মুখে হাসি ফুল চাষিদের, বাংলার ফুলে সাজবে রাম মন্দির
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement