South 24 Parganas News: হারিয়ে যাওয়া তরজা গানের আসর দক্ষিণ বারাসতে

Last Updated:

তরজা গান বাংলার প্রাচীন লোকসঙ্গীতের অঙ্গ। কিন্তু চর্চার অভাবে কালের নিয়মে তা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে

+
চলছে

চলছে তরজা গান 

দক্ষিণ ২৪ পরগনা: গ্রাম বাংলার হারিয়ে যাওয়া তরজা গানের দেখা মিলল দক্ষিণ বারাসতে। কিছুটা অভাবনীয়ভাবেই গঙ্গাসাগর মেলা উপলক্ষে তরজা গানের আসর বসল এখানে। আজকাল আর তরজা গান সেভাবে শোনা যায় না। তাই হঠাৎই এমন আসর বসায় উপচে পড়ল মানুষের ভিড়।
তরজা গান বাংলার প্রাচীন লোকসঙ্গীতের অঙ্গ। কিন্তু চর্চার অভাবে কালের নিয়মে তা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আগে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় তরজা গানের প্রচলন লক্ষ করা যেত। এখন সেভাবে কোথা‌ওই হয় না। শুধু গুটিকয়েক মানুষ নিজেদের মধ্যেই এই তরজা গানের চর্চা বজায় রেখেছে।
advertisement
advertisement
তরজা গানে দুই কবি দলের মধ্যে গানের লড়াই চলে। এই গান কিন্তু আগে থেকে রচনা করা গান নয়। এ তৎক্ষণাৎ যুক্তি-তর্কের মত করে কবি দলের লোকেরা গান বেঁধে একে অপরের সঙ্গে তর্কযুদ্ধে মেতে উঠতেন। কিন্তু গোটাটাই হত গানের মধ্য দিয়ে। রচনা বিখ্যাত বাংলা চলচ্চিত্র অ্যান্টনি ফিরিঙ্গি-তে ভোলা ময়রার এই তরজা গানের আসর দেখানো হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তরজা গানের জন্য পৌরাণিক বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি ও কাব্যিক প্রতিভা থাকা প্রয়োজন। কিন্তু চর্চার অভাবে তা আজ প্রায় বিলুপ্ত। এরই মধ্যে কিছু ব্যতিক্রম আছে। যেমন দক্ষিণ বারাসতের এই ব্যবসায়ী সমিতি। তাঁরা বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যগুলি বাঁচিয়ে রাখা ও সংরক্ষণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হারিয়ে যাওয়া তরজা গানের আসর দক্ষিণ বারাসতে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement