East Bardhaman News: বিশেষ পদ্ধতি মেনে চাষ করলে খরচ কমবে, পূর্ণ লাভের ভাঁড়ার

Last Updated:

East Bardhaman News: সাধারণ পদ্ধতিতে চাষ করলে যে সময় লাগবে, তার থেকে এই পদ্ধতিতে চাষ করলে অনেক কম সময়ে ফলন পাওয়া যাবে।

ডাল শস্য চাষ 
ডাল শস্য চাষ 
পূর্ব বর্ধমান: এক বিশেষ পদ্ধতিতে চাষ করে লাভবান হওয়ার দিশা দেখাচ্ছেন পূর্ব বর্ধমানের এই চাষি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ১ ব্লকের পালিটা গ্রামের বাসিন্দা উদয়ন ঘোষ। বয়স ৬০ পেরিয়েছে , তবে এখনও কৃষিকাজ থেকে সরে যাননি। প্রতিনিয়ত চাষের প্রতি ঝোঁক যেন বেড়েই চলেছে। বিভিন্ন রকমের নতুন নতুন চাষ করেছেন একাধিকবার। তবে এবার এক বিশেষ পদ্ধতিতে ডাল শস্য চাষ করছেন তিনি। এই পদ্ধতিতে মুসুর ডাল, ছোলা, সর্ষে, মটর সহ আরও বিভিন্ন ডাল শস্য চাষ করা সম্ভব। এছাড়া এই বিশেষ পদ্ধতিতে ডাল শস্য চাষ করলে কোনও অর্থ খরচ হবেনা। অর্থ খরচ হলেও সেটা তুলনামূলক অনেক কম।
পূর্ব বর্ধমানের এই চাষি পায়রা পদ্ধতিতে ডাল শস্য চাষ করেছেন। পায়রাদের যেভাবে খাবার ছিটিয়ে দেওয়া হয়। ঠিক সেরকমই এই চাষে জমিতে ডাল শস্যের বীজ ছিটিয়ে দেওয়া হয়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পালিটা গ্রামের চাষি উদয়ন ঘোষ জানিয়েছেন, \”আমি এটা পায়রা চাষ করছি । বেলুড় রামকৃষ্ণ মিশনে প্রশিক্ষণ নেয়ার সময় এই বিষয়ে জেনেছিলাম। ধান গাছ যখন জমিতে থাকে, সেই অবস্থায় ধান কাটার ৫-৭ দিন আগে বীজ ছড়িয়ে দিতে হয়। ধান কাটার পরে সেই ধান জমিতে মিলে দিতে হবে। জমি প্রস্তুত করার পর বীজ ছড়ালে পাখিতে বীজ খেয়ে চলে যায়। এই পদ্ধতিতে পাখিতে বীজ খাওয়ার ভয় থাকে না। এই পদ্ধতিতে চাষ করলে খরচ কিছুই নেই।
advertisement
অল্প সময়ে , স্বল্প খরচে অধিক ফলন পাওয়া যাবে।\”
এই পদ্ধতিতে চাষের জন্য জমি প্রস্তুত করতে হয় না। ধান কাটার কয়েকদিন আগে জমিতে ধান থাকা অবস্থায়, ডাল শস্যের বীজ ছিটিয়ে দিতে হয়। ধান কাটা হয়ে গেলেই ধীরে ধীরে গাছ বড় হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই পাওয়া যায় ফলন। পায়রা পদ্ধতিতে চাষ করলে ১ বিঘা জমি থেকে প্রায় ১ কুইন্টাল অথবা দেড় কুইন্টাল ফলন পাওয়া সম্ভব। বীজের সঙ্গে অল্প কিছু সার ছড়িয়ে দিলে আরও ভাল ফলন পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: Dev Guru Gochar: ১ বছরে তিনবার বৃহস্পতির অবস্থানে বদল! ওলোট পালোট সমস্ত হিসাব, ৩ রাশি কপাল পুড়বে, চোখের জলে ভিজবে বালিশও!
তবে বেশিরভাগ ক্ষেত্রে সার ছেটানোর প্রয়োজন হয়না। সাধারণ পদ্ধতিতে চাষ করলে যে সময় লাগবে, তার থেকে এই পদ্ধতিতে চাষ করলে অনেক কম সময়ে ফলন পাওয়া যাবে।
আরও পড়ুন: Shani Gochar 2025: শনির নক্ষত্র পরিবর্তনে গোছা গোছা টাকা ২০২৭ পর্যন্ত, সূর্যপুত্র এত টাকা পয়সা উন্নতি দেবেন ৩ রাশির কল্পনার বাইরে
চাষিদের আলাদা করে জমি প্রস্তুত করতে হয় না। যে কারণে চাষের খরচ অনেক কমে যায়। এছাড়া আলাদা করে সেচেরও কোনও প্রয়োজন হয় না। কম সময়েই ফসল ঘরে তুলতে পারেন চাষিরা। সাধারণ চাষিদেরও বর্তমানে এই চাষের প্রতি আগ্রহ বাড়ছে।
advertisement
 বনোয়ারীলাল চৌধুরী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বিশেষ পদ্ধতি মেনে চাষ করলে খরচ কমবে, পূর্ণ লাভের ভাঁড়ার
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement