East Bardhaman News: অভাবে ছেড়ে গিয়েছে প্রেয়সী, কিন্তু অন্ধকারে ডুবে থাকা কুঁড়েঘরে এবার জ্বলবে আলো! খবরেই বদলে গেল আশরাফের ভাগ্য
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman News: সংবাদ প্রকাশের পর অবশেষে জীবনে আলো ফিরল গুসকরা শহরের দিনমজুর শেখ আশরাফের ঘরে।
গুসকরা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সংবাদ প্রকাশের পর অবশেষে জীবনে আলো ফিরল গুসকরা শহরের দিনমজুর শেখ আশরাফের ঘরে। বুধবার বিদ্যুৎ দফতরের কর্মীরা তাঁর বাড়িতে এসে ইলেকট্রিক পোল বসিয়ে মিটার ও বিদ্যুৎ সংযোগ চালু করেন। দীর্ঘদিন পর অন্ধকার ঘরে আলো জ্বলে ওঠে, যা তাঁর কাছে নতুন জীবনের আশার প্রতীক হয়ে উঠেছে। এই খবর জানতে পেরে শেখ আশরাফের পাশে দাঁড়ান গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মল্লিকা চোঙদার ও শহর যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ইজাজ হোসেন।
তাঁরা তাঁর বাড়িতে এসে খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি মল্লিকা চোঙদার আশ্বাস দেন, উপযুক্ত প্রকল্পের মাধ্যমে তাঁকে একটি ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। যোগাযোগের সুবিধার জন্য একটি মোবাইল ফোন দেওয়ার কথাও জানান ইজাজ হোসেন। এই সহানুভূতি ও সহায়তা পেয়ে আবেগে আপ্লুত শেখ আশরাফ বলেন, “এভাবে যে সবাই আমার পাশে দাঁড়াবে, ভাবতেই পারিনি। এতদিন অন্ধকারে ছিলাম, আজ আলো পেলাম। এবার যদি একটা ঘর হয়, তাহলে আমার জীবনের কষ্ট অনেকটাই কমবে।”কিন্তু এই আলো পাওয়ার আগে তাঁর জীবন ছিল চরম দুর্দশায় ভরা।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইঁটাচাঁদা এলাকায় প্লাস্টিক ও টিনের ছাউনি দেওয়া মাটির একফালি ঘরে বসবাস করতেন তিনি। চারপাশে নোংরা আবর্জনা, ঘরের ভিতরেই বিষধর সাপের আনাগোনা! এই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশেই দিনের পর দিন জীবনযুদ্ধ চালিয়ে গেছেন তিনি। দিনমজুরের কাজে যা সামান্য রোজগার হত, তাতেই কোনওমতে একবেলা দু’মুঠো চাল জুটত। কাজ না থাকলে উপবাসই ছিল নিয়তি। দারিদ্র্যের কারণেই প্রায় পনেরো বছর আগে স্ত্রী ও ছেলে-মেয়েরা বাপের বাড়ি চলে গেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশরাফের কথায়, “ঘর করার ক্ষমতা ছিল না বলেই ওরা আমাকে ছেড়ে চলে গেছে।” ঘরটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কার কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, শহরের মাঝেই এভাবে একজন মানুষ এত বছর চরম ঝুঁকিতে দিন কাটালেও বিষয়টি নজরে আসেনি। আজ বিদ্যুৎ এসেছে, মানুষের সহানুভূতিও জুটেছে। কিন্তু শেখ আশরাফের লড়াই এখনও শেষ নয়। শহরের রঙিন আলোর আড়ালে থাকা এই মানুষটির জীবনে স্থায়ী আলো ফেরাতে এখন প্রশাসনের পরবর্তী উদ্যোগের দিকেই তাকিয়ে সবাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 01, 2026 2:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অভাবে ছেড়ে গিয়েছে প্রেয়সী, কিন্তু অন্ধকারে ডুবে থাকা কুঁড়েঘরে এবার জ্বলবে আলো! খবরেই বদলে গেল আশরাফের ভাগ্য









