Tourist Attraction: শুশুনিয়া পাহাড়ের কোলে 'এই' জায়গা না দেখলে চরম মিস, এখন পর্যটকদের হটস্পট! গোটা গ্রাম যেন আর্ট গ্যালারি

Last Updated:

Bankura Tourist Attraction: শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলিবোনা গ্রামে রঙিন দেওয়ালচিত্রে ফুটে উঠেছে আদিবাসী জীবন ও লোকসংস্কৃতি।

+
আঁকা

আঁকা চলছে 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বর্ষবরণ ও বাদনা পরবকে সামনে রেখে রঙ-তুলি আর শিল্পীসত্ত্বায় নতুন করে সেজে উঠেছে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত শিউলিবোনা গ্রাম। বছরের এই বিশেষ সময়ে গ্রামজুড়ে যেন উৎসবের আবহ। নতুন বছরকে স্বাগত জানাতে গ্রামের মানুষ নিজেদের বাড়ির দেওয়ালে হাতে আঁকা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছেন আদিবাসী সমাজের জীবনধারা, লোকসংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের নানা ছবি।
দেওয়ালচিত্রগুলিতে কখনও দেখা যাচ্ছে শিকারযাত্রা, কখনও ধান কাটার দৃশ্য, আবার কোথাও ফুটে উঠছে আদিবাসী নৃত্য, গান ও প্রাকৃতিক উপাসনার প্রতীক। উজ্জ্বল রঙের ব্যবহারে এসব চিত্র শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সংস্কৃতির গল্পও বলছে। গ্রামবাসীদের মতে, এটি তাঁদের বহু পুরনো রীতি। বর্ষবরণের আগে ঘরদোর পরিষ্কার করে দেওয়ালে ছবি আঁকার মধ্য দিয়ে তাঁরা প্রকৃতি, মাটি ও নতুন বছরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
advertisement
advertisement
বিশেষ করে বাদনা পরবকে কেন্দ্র করেই এই প্রস্তুতির মূল পর্ব শুরু হয়। এই উৎসব আদিবাসী সমাজে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে নতুন বছরের মঙ্গল কামনায় নানা আচার ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। দেওয়ালচিত্র সেই উৎসবেরই এক অবিচ্ছেদ্য অংশ। রঙিন দেওয়ালচিত্রে সজ্জিত শিউলিবনা গ্রাম এখন পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা বহু পর্যটক এই গ্রাম দেখতে আসছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেউ ছবি তুলছেন, কেউ আবার কাছ থেকে আদিবাসী শিল্পকর্মের সূক্ষ্মতা উপভোগ করছেন। পর্যটকদের মতে, আধুনিকতার ভিড়ে এমন স্বতঃস্ফূর্ত ও জীবন্ত লোকসংস্কৃতির প্রকাশ বিরল। বর্ষবরণের আনন্দে ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে শিউলিবোনার এই রঙিন উদ্যোগ আজ শুধু একটি গ্রাম সাজানোর প্রচেষ্টা নয়, বরং বাঁকুড়ার লোকসংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourist Attraction: শুশুনিয়া পাহাড়ের কোলে 'এই' জায়গা না দেখলে চরম মিস, এখন পর্যটকদের হটস্পট! গোটা গ্রাম যেন আর্ট গ্যালারি