Chupir Char: স্কুলের গণ্ডি টপকানো হয়নি, অথচ গড়গড় করে ইংরেজি বলেন চুপির নৌকা চালকরা! অ্যালবাম বদলে দিয়েছে জীবন

Last Updated:

East Bardhaman Chupir Char: শিক্ষা কম, অভিজ্ঞতা বেশি! ইংরেজিতে পাখির নাম বলে তাক লাগাচ্ছেন চুপির নৌকাচালকরা।

+
চুপির

চুপির নৌকা চালক

পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: অভিজ্ঞতার যে আলাদা দাম রয়েছে, তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়। এখানে এমন অনেকেই আছেন যাঁদের কেউ কখনও স্কুলের গণ্ডি পেরোননি, আবার কেউ থ্রি বা ফোরের পর পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তবে শিক্ষাগত যোগ্যতার ঘাটতি তাঁদের কোনওভাবেই পিছিয়ে দেয়নি। বরং মুগ্ধ করেছে প্রকৃত শিক্ষিত মানুষদেরও। শীত নামলেই চুপি পাখিরালয়ের সৌন্দর্য হাজারও পর্যটককে টানে। জলে নৌকা ভাসিয়ে পর্যটকদের দূরদূরান্ত থেকে আসা পরিযায়ী পাখি দেখান এখানকার মাঝিরা।
তবে আশ্চর্যের বিষয় যাঁদের ইংরেজির সঙ্গে কোনও আনুষ্ঠানিক সাক্ষাৎ নেই বললেই চলে, তাঁরাই পর্যটকদের সাবলীল ভাবে ইংরেজিতে পাখিদের নাম বলেন, জানান তাদের বৈশিষ্ট্য, স্বভাব, অভ্যাস। তাঁদের মুখে যখন শোনা যায় ইংরেজিতে পরিযায়ী পাখিদের নাম। তখন অবাক না হয়ে উপায় থাকে না। সাধারণ মানুষের পক্ষে যেসব নাম মনে রাখা কঠিন, মাঝিরা তা নিখুঁতভাবে বলে যান বিনা দ্বিধায় একেবারে নির্ভুল ভাবে। নৌকাচালক শংকর পারুই এই বিষয়ে বলেন, “আমি স্কুলে পর্যন্ত যায়নি, কোনওরকমে নাম টা সই করতে জানি। পাখির নাম এখন সবই বলতে পারি। বিভিন্ন পাখিদের নাম আমার জানা রয়েছে।
advertisement
আরও পড়ুন: নাড়া পোড়ানোর বিরুদ্ধে ৮ বছরের লড়াই, প্ল্যাকার্ড ঝুলিয়ে গ্রামেগঞ্জে দৌড়চ্ছে তপনবাবুর ‘সচেতনতার সাইকেল’
১৫-১৬ বছর ধরে পাখি দেখাতে দেখাতে সব নাম আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এখানে ৮৬ জন নৌকা মাঝি রয়েছেন। তবে ২৫ থেকে ৩০ জন ভালভাবে পাখিদের নাম ইংরেজিতে বলতে পারেন। বাকিদের এখনও সেভাবে অভিজ্ঞতা হয়নি। মাঝিদের সঙ্গে কথা বলে আরও জানা যায়, তাঁদের এই দক্ষতার পেছনে আছে শুধুই অভিজ্ঞতার আলো। বহু বছর ধরে পর্যটকদের পাখি দেখানোর কাজ করতে করতেই যেন তাঁদের জিভে মিশে গিয়েছে পাখিদের ইংরেজি নাম। অথচ শুরুটা ছিল একেবারেই সরল। অনেক বছর আগে যখন প্রথম কিছু চিত্রগ্রাহক চুপি পাখিরালয়ে ছবি তুলতে আসেন, তাঁরা মাঝিদের হাতে তুলে দেন একটি অ্যালবাম।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেখানে পাখিদের ছবি এবং ইংরেজি নাম দুটোই ছিল। সেই ছোট্ট অ্যালবামই হয়ে ওঠে মাঝিদের শিক্ষার পথপ্রদর্শক। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিনের চর্চা, পর্যটকদের সঙ্গে নিয়মিত কথোপকথন আর নিরন্তর পর্যবেক্ষণে জ্ঞান শুধু বেড়েই চলেছে। এখন অবস্থা এমন, যে কোন পাখি কোথায় বসে, কোন ঋতুতে আসে, কতক্ষণ থাকে সবই যেন হাতের মুঠোয়। পেশায় তাঁরা সাধারণ নৌকা মাঝি ঠিকই, কিন্তু তাঁদের জ্ঞান, পরিশ্রম আর অভিজ্ঞতা চুপি পাখিরালয়কে করেছে আরও সমৃদ্ধ, আরও পর্যটক বান্ধব। তাঁদের জন্যই আজ হাজার হাজার মানুষ শুধু পাখি দেখতে আসেন না, সঙ্গে পেয়ে যান জলের বুক থেকে উঠে আসা একেকটি অদ্ভুত সুন্দর গল্প, পাখির গল্প, প্রকৃতির গল্প, এবং অভিজ্ঞতার এক আলাদা বহিঃপ্রকাশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chupir Char: স্কুলের গণ্ডি টপকানো হয়নি, অথচ গড়গড় করে ইংরেজি বলেন চুপির নৌকা চালকরা! অ্যালবাম বদলে দিয়েছে জীবন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement