West Bardhaman News: নাড়া পোড়ানোর বিরুদ্ধে ৮ বছরের লড়াই, প্ল্যাকার্ড ঝুলিয়ে গ্রামেগঞ্জে দৌড়চ্ছে তপনবাবুর 'সচেতনতার সাইকেল'

Last Updated:

West Bardhaman News: ধান জমিতে নাড়া পোড়ান রুখতে অভিনব প্রয়াস। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেল নিয়ে দুর্গাপুর জুড়ে প্রচার করছেন তপন বাউরি।

+
ধান

ধান জমিতে নাড়া পোড়ানো

দুর্গাপুর,দীপিকা সরকার: নাড়া পোড়াবেন না, পোড়াবেন না নাড়া! নাড়া পুড়িয়ে পরিবেশ দূষণ করবেন না! বাস্তুতন্ত্র রক্ষা করুন! এই আবেদন নিয়ে করজোড়ে চিৎকার করে কৃষকদের সচেতন করতে তৎপর দুর্গাপুরের তপনবাবু। প্রায় ৮ বছর ধরে শহর লাগোয়া গ্রামে গঞ্জে কৃষকদের কাছে সাইকেল চালিয়ে পৌঁছে যান বছর ৪৮ এর তপন বাউরি। পাশাপাশি তিনি ডাইনি প্রথার মত কুসংস্কার ও পরিযায়ী পাখি রক্ষা করার বার্তাও দিচ্ছেন। তাঁর দাবি, গত আট বছর ধরে সচেতনতার বার্তা দিয়ে ইতিমধ্যেই একাধিক সাফল্য মিলেছে তাঁর ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরে পাকা ধান কাটার পরই মাঠে নাড়া পোড়াচ্ছেন কৃষকদের একাংশ। সেইসব কৃষকদের সচেতন করতে তৎপর হয়েছে প্রশাসন ও কৃষি দফতর। পেশায় দিনমজুর দুর্গাপুরের তপন বাউরিও সাইকেলে গ্রামেগঞ্জে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছেন। ‘খড় পোড়ানো ক্ষতিকারক, খড় পোড়ানো বন্ধ রাখুন’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সচেতন করছেন তিনি। নাড়া পোড়ালে জমি ও প্রকৃতির কী ক্ষতি হয়, তা মাঠে গিয়ে চাষিদের বোঝাচ্ছেন তিনি। দুর্গাপুর মহকুমার কাঁকসা ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণ  ধান চাষ হয়। শীতের সময় খরিফ চাষের ধান পেকে গিয়েছে মাঠে।
advertisement
আরও পড়ুন: বিষাক্ত মাছ ঘুরছে উত্তরবঙ্গের বাজারে! বেশি লাভের আশায় সর্বনাশ করছে জেলেরা! ধরা পড়লে কঠিন শাস্তি
চাষিরা জমি থেকে ধান কেটে নেওয়ার পর গাছের অবশিষ্ট অংশ বা নাড়ায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। ধোঁয়ায় ভরে ওঠে এলাকা। যার ফলে বায়ু দূষণ তো হয়ই। পাশাপাশি জমির মাটিতে থাকা কেঁচো ও উপকারী জীবাণু, কীটপতঙ্গ ধ্বংস হয়ে যায়। একাধিক ক্ষুদ্র গাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে এর ফলে। মাটি পুড়ে শক্ত হয়ে যাওয়ায় উর্বরতা নষ্ট হয়। ফলে ফের চাষ করলে ফসল কম পাওয়ার আশঙ্কা থাকে। প্রশাসন নাড়া পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গ্রামবাসীদের সচেতনও করা হচ্ছে। তা সত্ত্বেও এখনও অনেকে নাড়ায় আগুন ধরাচ্ছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তপনবাবু কৃষকদের সচেতন করার চেষ্টা করছেন। প্রকৃতি রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন। তাঁর দাবি, কিছু কৃষক ভাই নাড়া পুড়িয়ে দেন, তাতে প্রকৃতির ও সমাজের ক্ষতি হয়। এতে জমির উর্বরতা নষ্ট হয়। বাতাসে একাধিক বিষাক্ত গ্যাস মিশছে। যা জীবজগতের জন্য ব্যাপক ক্ষতিকারক।  এমনিতেই শিল্পাঞ্চল হওয়ায় দুর্গাপুরে বায়ুদূষণ মারাত্মক আকার নিয়েছে। এছাড়াও এই মহকুমা জুড়ে বহু আদিবাসী সম্প্রদায়ের গ্রাম আছে। সেখানে ডাইনি প্রথা রয়েছে। এই কুসংস্কারের ফলে বহু মানুষ ঘরছাড়া হন। সে বিষয়েও সারা বছর গ্রামগুলি ঘুরে ঘুরে সচেতন করে চলেছেন  তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: নাড়া পোড়ানোর বিরুদ্ধে ৮ বছরের লড়াই, প্ল্যাকার্ড ঝুলিয়ে গ্রামেগঞ্জে দৌড়চ্ছে তপনবাবুর 'সচেতনতার সাইকেল'
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়বে না

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

  • গোটা রাজ্যের আবহাওয়া থাকবে শুষ্ক

VIEW MORE
advertisement
advertisement