Earthen Pitcher: গরমে প্রাণ জুড়োতে ফ্রিজের জল ছাড়ুন, শরীর সুস্থ রাখতে ভরসা থাকুক মাটির কলসিতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Earthen Pitcher: ধীরে ধীরে ভুলতে বসেছে বাঙালি। আজও অপরিহার্য নস্টালজিক মাটির তৈরি কুঁজো ।
বাঁকুড়া: ‘কুমোর পাড়ার গরুর গাড়ি/ বোঝাই করা কলসি হাঁড়ি…’
রবি ঠাকুরের সহজ পাঠের বিখ্যাত কবিতার লাইনটা বাঁকুড়ার গ্রামে গেলে চট করে আপনার মাথার মধ্যে ভেসে উঠতে পারে। এই গ্রামগুলোয় আজও তৈরি হয় মাটির কলসি এবং কুঁজো। গরমে যার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। গ্রীষ্মের দাবদহে ঠান্ডা জল পান করবেন, অথচ শরীরের ক্ষতি হবে না এমনটা করতে হলে ফ্রিজের জল আপনাকে ছাড়তে হবে। পরিবর্তে এইসব জায়গা থেকে মাটির কলসি বা কুঁজো বাড়িতে নিয়ে এসে তার জল পান করুন। সেই শীতল জল আপনার শরীর, মন, আত্মা জুড়িয়ে দেবে।
advertisement
advertisement
গরমে মাটির কুঁজোর চাহিদা মেটাতে নরম মাটিকে পিটিয়ে পিটিয়ে বিশেষ দক্ষতায় তৈরি করা হয় জালা বা বড় কলসি। বাঁকুড়ার হরিহরপুরের কুমোর পাড়ার মৃৎশিল্পীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ করেন। আর সেগুলো বিভিন্নভাবে পৌঁছে যায় ক্রেতাদের কাছে।
advertisement
মাটির তৈরি এই জালাগুলো রোদে শুকিয়ে তারপর আগুনে পুড়িয়ে তবেই বাজারে বিক্রির যোগ্য করে গড়ে তোলা হয়। তবে এখন দাম আগের থেকে অনেকটা কমে গিয়েছে। তাছাড়াও ভঙ্গুর জিনিস হওয়ার কারণে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার সময় অনেক সময় পড়ে গিয়ে ভেঙে যায়। ফলে ক্ষতির মুখে পড়েন কুমোররা। আর তাই আজকের দিনে নিশ্চিত জীবিকার সন্ধানে কুমোর পরিবারের নবীন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 12:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Earthen Pitcher: গরমে প্রাণ জুড়োতে ফ্রিজের জল ছাড়ুন, শরীর সুস্থ রাখতে ভরসা থাকুক মাটির কলসিতে