SAIL কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট সিটুর– News18 Bengali

SAIL কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট সিটুর

(SAIL) তিনটি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সিটুর ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ।

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Apr 11, 2017 12:36 PM IST
SAIL কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট সিটুর
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Apr 11, 2017 12:36 PM IST

#দুর্গাপুর: রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (SAIL) তিনটি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সিটুর ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ।

দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্ট, তামিলনাডুর সালেম স্টিল প্লান্ট ও কর্ণাটকের ভদ্রাবতির বিশ্বেশ্বরা আইরন অ্যান্ড স্টিল লিমিটেডে আজ সিটুর ডাকা ধর্মঘটে সামিল হয়েছে আইএনটিইউসিও । দুর্গাপুরে অ্যালয় স্টিল প্লান্টের মেন গেটের সামনে বনধের সমর্থনে অবস্থানে বসেছে সিটু ও আইএনটিইউসি ।

উল্টোদিকে বনধের বিরোধিতা করে পথে নেমেছে আইএনটিটিইউসি । কারখানা খোলা রেখে উৎপাদন স্বাভাবিক রেখেই কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে আইএনটিটিইউসি ।

First published: 12:33:09 PM Apr 11, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर