SAIL কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট সিটুর

(SAIL) তিনটি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সিটুর ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ।

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Apr 11, 2017 12:36 PM IST
SAIL কারখানার বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৪ ঘণ্টার ধর্মঘট সিটুর
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Apr 11, 2017 12:36 PM IST

#দুর্গাপুর: রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (SAIL) তিনটি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে সিটুর ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ।

দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্ট, তামিলনাডুর সালেম স্টিল প্লান্ট ও কর্ণাটকের ভদ্রাবতির বিশ্বেশ্বরা আইরন অ্যান্ড স্টিল লিমিটেডে আজ সিটুর ডাকা ধর্মঘটে সামিল হয়েছে আইএনটিইউসিও । দুর্গাপুরে অ্যালয় স্টিল প্লান্টের মেন গেটের সামনে বনধের সমর্থনে অবস্থানে বসেছে সিটু ও আইএনটিইউসি ।

উল্টোদিকে বনধের বিরোধিতা করে পথে নেমেছে আইএনটিটিইউসি । কারখানা খোলা রেখে উৎপাদন স্বাভাবিক রেখেই কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে আইএনটিটিইউসি ।

First published: 12:33:09 PM Apr 11, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर