Durga Puja 2025 : একান্নপীঠ দর্শনে আর রাজ্যে রাজ্যে ঘুরতে হবে না, এখানে গেলেই পাবেন সুযোগ! কোথায় যেতে হবে?

Last Updated:

জেলার জনপ্রিয় পুজো হিসেবে পরিচিতি পেয়েছে। বহুবার জেলার সেরা পুজোর শিরোপা ছিনিয়ে এনেছে এই ক্লাব।

+
মণ্ডপ

মণ্ডপ তৈরির কাজ চলছে।

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি : এবার জেলার দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে এক অভিনব চমক। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাব , তাদের দুর্গোৎসবে এবার তুলে ধরতে চলেছে এক অনন্য থিম, সতীর একান্ন পীঠ। ক্লাবটি এ বছর ১৪ বছরে পদার্পণ করল। শুরু থেকেই তারা শুধু পুজো নয়, বরং দর্শনার্থীদের সামনে নতুন নতুন আঙ্গিকে শিল্প ও সংস্কৃতির দিক তুলে ধরার চেষ্টা করে।
প্রতিবছরই তারা জেলার জনপ্রিয় পুজো হিসেবে পরিচিতি পেয়েছে। ইতিমধ্যেই বহুবার জেলার সেরা পুজোর শিরোপা ছিনিয়ে এনেছে এই ক্লাব। শুধু পূর্ব মেদিনীপুর নয়, পাশ্ববর্তী জেলা থেকেও প্রচুর দর্শনার্থী তাদের মণ্ডপে ভিড় জমান। এ বছরের থিম ‘সতীর একান্ন পীঠ’ নিঃসন্দেহে দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে। হিন্দু পুরাণে সতীর একান্ন পীঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। সেই আধ্যাত্মিক আবহকে পরিবেশ বান্ধব উপকরণের মাধ্যমে শিল্পের ছোঁয়ায় তুলে ধরতে চলেছেন শিল্পীরা।
advertisement
advertisement
কাঠ, বাঁশ, মাটি, কাপড়, বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে মণ্ডপ। মণ্ডপের ভেতরে সতীর বিভিন্ন পীঠস্থানের প্রতীকী রূপ ফুটে উঠবে, যাতে দর্শনার্থীরা প্রবেশ করেই অনুভব করতে পারেন ধর্মীয় আবহ ও শিল্পকলার মেলবন্ধন। প্রতিমা তৈরি হচ্ছে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে। মৃন্ময়ী রূপে দেবী দুর্গাকে সাজানো হচ্ছে এক অনন্য আঙ্গিকে, যা থিমের সঙ্গে পুরোপুরি মানানসই। প্রতিমার রূপে যেমন রয়েছে সৌন্দর্যের ছোঁয়া, তেমনই রয়েছে ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন।
advertisement
শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন যাতে সময়মত দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া যায়। এবারের পুজোর রয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। সেই অনুযায়ী মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা ও অন্যান্য আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করার পরিকল্পনা রয়েছে। পুজোর সময় দর্শনার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষদের পাশাপাশি বাইরের জেলার দর্শনার্থীদের ভিড়ও এবছর উপচে পড়বে বলেই আশা আয়োজকদের। আধ্যাত্মিকতা, শিল্পকলা ও পরিবেশ সচেতনতার মিশেলে তৈরি এই থিম পূর্ব মেদিনীপুরের দুর্গোৎসবকে আরও সমৃদ্ধ করে তুলবে। তাই এবারের পটাশপুরের পুজো নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : একান্নপীঠ দর্শনে আর রাজ্যে রাজ্যে ঘুরতে হবে না, এখানে গেলেই পাবেন সুযোগ! কোথায় যেতে হবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement