‘বাচ্চা স্কুলে গিয়েছে তো?', অভিভাবকদের চিন্তার অবসান ঘটিয়ে এই সরকারি স্কুলে চালু হল 'বিশেষ ব্যবস্থা'
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
পরিষেবার ফলে অভিভাবকরা তাদের মোবাইল অ্যাপে মেসেজের মাধ্যমে জানতে পারবেন বাচ্চারা স্কুলে এসেছে কিনা।
মালদহ, জিএম মোমিন: নামিদামি স্কুল বা অফিস নয়, এবার মালদহের এই সরকারি স্কুলে চালু হল ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস ব্যবস্থা। উত্তরবঙ্গে এই প্রথম কোনও সরকারি স্কুলে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস হল, যেখানে ছাত্র-ছাত্রীদের ক্লাসে প্রবেশের আগে স্কুলের উপস্থিতির তথ্য সংগ্রহে থাকবে। শুধু তথ্য সংগ্রহ নয়, এর ফলে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানতে পারবেন ছেলে মেয়ে সঠিক সময়ে স্কুলে প্রবেশ করছে কিনা এবং সঠিক সময়ে ছুটির পর বাড়ি ফিরছে কিনা।
নামিদামি বেসরকারি স্কুল নয়, এই ব্যবস্থাটি চালু হয়েছে মালদহ শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে। এদিন মালদহ জেলা পরিষদ ও জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগে শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ডিভাইস ব্যবস্থা চালু করা হল।
advertisement
advertisement
জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, “এই ব্যবস্থা চালু হওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির উপর নজর রাখতে পারবেন অভিভাবকরা।”
স্কুলের প্রধান শিক্ষক ভাস্কর রায় জানান, “ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পরিষেবার ফলে অভিভাবকরা তাদের মোবাইল অ্যাপে মেসেজের মাধ্যমে জানতে পারবেন বাচ্চারা স্কুলে এসেছে কিনা। এর ফলে দুশ্চিন্তার বিষয়টি থেকে মুক্তি পাবেন অভিভাবকরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উত্তরবঙ্গের এই প্রথম কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ব্যবস্থা চালু হওয়ায় প্রশংসায় পঞ্চমুখ মালদহ জেলা পরিষদ ও জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ। তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 3:08 PM IST