গীতা রানীর অবসর কাটে পুতুলে! মাটির ছোঁয়ায় তৈরি একের পর এক মাস্টারপিস

Last Updated:

কখনও বিভিন্ন মনীষীর মূর্তি, আবার কখনও তার হাতের ছোঁয়ায় ফুটে ওঠে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি।

+
পুতুল

পুতুল বানাতে ব্যস্ত

সবং, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ছোটবেলায় মেয়ের স্কুলের হাতের কাজের জন্য মাটি দিয়ে জিনিস বানাতেন তিনি। কখনও আম, আপেল, আতা আবার কখনও ঘর বা অন্যান্য জিনিস তৈরি করতেন। এভাবেই এক এক করে তাঁর নেশা তৈরি হয়। তবে অবসর সময়কে নষ্ট না করে তিনি মাটি দিয়ে তৈরি করেন নানান ধরনের মূর্তি। সাংসারিক কাজ সামলে অবসর সময়ে খুঁজে পান নিজের মানসিক শান্তি।
কাদামাটি দিয়ে ফুটিয়ে তোলেন একের পর এক নানা মূর্তি ও মাটির পুতুল। একদিকে যেমন নিজে আনন্দ পান, তেমনই তার নাতির জন্য তৈরি করেন এই পুতুল। সংসার সামলেও তার এই হাতের কাজের প্রশংসা করেছেন সকলে। পেশাগতভাবে নদিয়ার কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। তবে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম সবং-এর এক মহিলার হাতের কাজ অবাক করবে আপনাকে।
advertisement
advertisement
প্রায় কয়েক দশক আগেই শুরু তার হাতের কাজের চর্চা। মেয়ের স্কুলের হাতের কাজ করার সময় থেকেই তার নেশা জাগে। এরপর বাড়ির অন্যান্য কাজের অবসরে তিনি তৈরি করেন নানান মাটির পুতুল। কখনও বিভিন্ন মনীষীর মূর্তি, আবার কখনও তার হাতের ছোঁয়ায় ফুটে ওঠে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি। এভাবেই তিনি মানসিক স্বাচ্ছন্দ্য খুঁজে পান। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের গীতা রানী হাজরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কয়েক বছর ধরেই তিনি বানিয়েছেন শতাধিক আইটেম। উঠোনেই সাজিয়ে রাখেন তার হাতে তৈরি এই বিভিন্ন মাটির পুতুল। কখনও তার এই পুতুল তৈরিতে সাহায্য করেন তাঁর মেয়ে সোমা হাজরা। তবে এখন শুধুমাত্র তার নাতির জন্যই এবং অবসর কাটাতে এই পুতুল তৈরি করেন তিনি। তার এই নান্দনিক চিন্তাভাবনা এবং সৃষ্টিশীল হাতের কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গীতা রানীর অবসর কাটে পুতুলে! মাটির ছোঁয়ায় তৈরি একের পর এক মাস্টারপিস
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement