Durga Puja 2025: দশমীতে চিড়ে-দইয়ের পান্তা, ঝিঙে পোড়া আর...৫০০ বছরের মন্ত্রী মানস ভুঁইয়ার বাড়ির পুজো! ভোগে কী কী থাকে জানেন?

Last Updated:

Durga Puja 2025: আড়ম্বরহীন মন্ত্রীর বাড়ির এই পুজো। বংশপরম্পরায় ভূঁইয়া পরিবারের সদস্যরা পুজো করেন এখানে। গ্রামের মধ্যে প্রাচীন পুজোয় মেতে ওঠেন সকলে।

+
ভুঁইয়া

ভুঁইয়া পরিবারের পুজো

সবং, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রাচীন রীতি ও রেওয়াজ মেনেই দেবী দশভূজার আরাধনা হয় বনেদি বাড়িগুলোতে। পুজোর চার দিনই থাকে এক একটি আয়োজন। এখানেও বাড়ির কর্তার হাতের মাত্র সাড়ে তিন হাতে দেবী দশভূজার মৃন্ময়ী মূর্তি তৈরি করা হয়। চারদিনে একেকটি উপাচারে পুজো করা হয় দেবী মহামায়ার।
দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ ও উন্মাদনা। তবে বেশ কয়েক শতক ধরেই বিভিন্ন গ্রামে ও প্রান্তিক এলাকায় পারিবারিকভাবে হয়ে আসে দেবী দুর্গার পুজো। বাড়িতে বছরের পর বছর দেবী দুর্গার আরাধনায় ব্রতী হন বাড়ির মহিলা থেকে পুরুষ সদস্যরা। পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার সবং এর প্রায় ৫০০ বছরের পুরানো পুজো।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের প্রত্যন্ত এক গ্রামীণ এলাকা দশগ্রাম। এই গ্রামে আদি বাড়ি মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার। মন্ত্রীর বাড়িতেই প্রায় ৫০০ বছর ধরে বংশ পরম্পরায় পূজিতা হন দেবী মহামায়া। বংশপরম্পরায় প্রায় ৫০০ বছর ধরে এই পুজোয় থাকে বেশ জাঁকজমক।
জানা যায়, এক সময় বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচতে সবং-এর কেলেঘাই নদীর পাড়ে বসবাস শুরু করেন ভূঁইয়া পরিবারের পূর্বপুরুষেরা। এরপর এখানেই চুন সুরকি আর টেরাকোটার আদলে নির্মিত মন্দিরেই শুরু করেন দুর্গাপুজো। তবে কালের নিয়মে বদল হয়েছে স্থানের, তবে এখনও নিষ্ঠা ভরে এবং সাবেকিয়ানায় দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয় ভূঁইয়া পরিবার থেকে গ্রামের সকলে।
advertisement
জানা গিয়েছে, নির্দিষ্ট আচার ও উপাচারে দেবী দুর্গার পুজো করা হয় এখানে। দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় খিরসা, যার একপ্রকার রাবড়ি জাতীয় প্রসাদ। শুধু তাই নয়, প্রতিদিন থাকে খই দিয়ে বানানো বিশেষ নাড়ু। ব্রাহ্মণেরা এই প্রসাদ তৈরি করেন।
advertisement
শুধু তাই নয় দশমীতে, চিড়া ও দই দিয়ে বানানো পান্তা এবং ঝিঙ্গা পোড়া দেওয়া হয় দশমীর প্রসাদে। দেবীর বোধন থেকে বিসর্জন পর্যন্ত একাধিক আচার মানা হয় ভূঁইয়া পরিবারের এই পুজোতে আড়ম্বরহীন মন্ত্রীর বাড়ির এই পুজো। বংশপরম্পরায় ভূঁইয়া পরিবারের সদস্যরা পুজো করেন এখানে। গ্রামের মধ্যে প্রাচীন পুজোয় মেতে ওঠেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: দশমীতে চিড়ে-দইয়ের পান্তা, ঝিঙে পোড়া আর...৫০০ বছরের মন্ত্রী মানস ভুঁইয়ার বাড়ির পুজো! ভোগে কী কী থাকে জানেন?
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement