Kolkata Rain: ১৯৭৮, ১৯৮৬-র পরেই ২০২৫! সেপ্টেম্বরে রেকর্ড বৃষ্টি কলকাতায়, ভাসছে খোদ মেয়রের পাড়া, কী জানালেন ফিরহাদ?

Last Updated:
Kolkata Rain: মঙ্গলবার কলকাতার জলমগ্ন পরিস্থিতির প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র বলেন, ‘‘ছোটবেলা থেকে এরকম পরিস্থিতি দেখিনি আমাদের পাড়ায় এতটা জল জমেছে।’’
1/7
একরাতের রেকর্ড বৃষ্টিতেই ভাসছে কলকাতা। গোটা শহর জলমগ্ন। জল জমেছে খোদ মেয়র ফিরহাদ হাকিমের পাড়াতেও। মঙ্গলবার কলকাতার জলমগ্ন পরিস্থিতির প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র বলেন, ‘‘ছোটবেলা থেকে এরকম পরিস্থিতি দেখিনি আমাদের পাড়ায় এতটা জল জমেছে।’’
একরাতের রেকর্ড বৃষ্টিতেই ভাসছে কলকাতা। গোটা শহর জলমগ্ন। জল জমেছে খোদ মেয়র ফিরহাদ হাকিমের পাড়াতেও। মঙ্গলবার কলকাতার জলমগ্ন পরিস্থিতির প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র বলেন, ‘‘ছোটবেলা থেকে এরকম পরিস্থিতি দেখিনি আমাদের পাড়ায় এতটা জল জমেছে।’’
advertisement
2/7
জানা গিয়েছে, গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালে। 
১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ বৃষ্টি হয়েছিল ২৬০ মিমি। 
আর এবার গত ২৪ ঘণ্টার বৃষ্টি ২৫১.৪ মিমি
।
জানা গিয়েছে, গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি। এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল, ৭৮ এবং ৮৬ সালে। ১৯৭৮ সালের ২৮ সেপ্টেম্বর ৩৭০ মিমি বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ২৬ সেপ্টেম্বর ১৯৮৬ বৃষ্টি হয়েছিল ২৬০ মিমি। আর এবার গত ২৪ ঘণ্টার বৃষ্টি ২৫১.৪ মিমি।
advertisement
3/7
সোমবার রাত থেকে টানা পাঁচ ঘণ্টা যে প্রবল এবং বেনজির বর্ষণ হয়েছে। বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ কলকাতায়। চেতলায়, কলকাতার মেয়র এবং রাজ‍্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাড়ায় বৃষ্টি হয়েছে ২৬২ মিলিমিটার।
সোমবার রাত থেকে টানা পাঁচ ঘণ্টা যে প্রবল এবং বেনজির বর্ষণ হয়েছে। বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ কলকাতায়। চেতলায়, কলকাতার মেয়র এবং রাজ‍্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাড়ায় বৃষ্টি হয়েছে ২৬২ মিলিমিটার।
advertisement
4/7
প্রবল বর্ষণের জেরে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে কলকাতা এবং শহরতলীতে। জল জমে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। শিয়ালদহ দক্ষিণ শাখায় মঙ্গলবার সকাল থেকে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
প্রবল বর্ষণের জেরে ট্রেন চলাচলও বিঘ্নিত হয়েছে কলকাতা এবং শহরতলীতে। জল জমে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। শিয়ালদহ দক্ষিণ শাখায় মঙ্গলবার সকাল থেকে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
advertisement
5/7
বর্তমানে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল কিছুটা অস্বাভাবিক। বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় ট্রেনের সিগন্যালে বিভ্রাট আর সেই কারণে ট্রেন চলছে খুব ধির গতিতে। বাতিল হয়েছে বহু ট্রেন। অফিস টাইমে যথেষ্ট সমস্যা করতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রবল ভিড়।
বর্তমানে শিয়ালদা মেন শাখায় ট্রেন চলাচল কিছুটা অস্বাভাবিক। বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় ট্রেনের সিগন্যালে বিভ্রাট আর সেই কারণে ট্রেন চলছে খুব ধির গতিতে। বাতিল হয়েছে বহু ট্রেন। অফিস টাইমে যথেষ্ট সমস্যা করতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রবল ভিড়।
advertisement
6/7
এম বাইপাস দক্ষিণ দিকে, মা ফ্লাইওভার, থিয়েটার রোড, এজেসি ফ্লাইওভার
-সহ গোটা কলকাতা শহরের একাধিক রাস্তা জলমগ্ন।
এম বাইপাস দক্ষিণ দিকে, মা ফ্লাইওভার, থিয়েটার রোড, এজেসি ফ্লাইওভার-সহ গোটা কলকাতা শহরের একাধিক রাস্তা জলমগ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। একাধিক বেসরকারি স্কুলের পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে আজ। 
advertisement
7/7
জলমগ্ন মুকুন্দপুরের একাধিক এলাকা ঘরের মধ্যে হাঁটু সমান জল যত বেলা বাড়ছে জলের পরিমাণও বেড়েই চলেছে। কোথাও ডুবে রয়েছে বাইক গাড়ি সমস্যায় বাসিন্দারা।
জলমগ্ন মুকুন্দপুরের একাধিক এলাকা ঘরের মধ্যে হাঁটু সমান জল যত বেলা বাড়ছে জলের পরিমাণও বেড়েই চলেছে। কোথাও ডুবে রয়েছে বাইক গাড়ি সমস্যায় বাসিন্দারা।
advertisement
advertisement
advertisement