Durga Puja 2025: মাধ্যমিক পরীক্ষার্থীর হাতেই অশোকনগরে তৈরি হচ্ছে অভিনব দুর্গা প্রতিমা!
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Durga Puja 2025: অশোকনগরের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের হাতেই তৈরি হচ্ছে অভিনব দুর্গা প্রতিমা! পড়াশোনার পাশাপাশি শখের বশেই দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাল অশোকনগরের এক মাধ্যমিক পরীক্ষার্থী।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: অশোকনগরের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের হাতেই তৈরি হচ্ছে অভিনব দুর্গা প্রতিমা! পড়াশোনার পাশাপাশি শখের বশেই দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাল অশোকনগরের এক মাধ্যমিক পরীক্ষার্থী।
গোলবাজার এলাকার বাসিন্দা আকাশ ঘোষ নিজেই হাতেই গড়ে তুলেছেন এক অভিনব প্রতিমা। প্রশিক্ষণ না থাকলেও ছবি আঁকা ও মূর্তি তৈরি করার প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি শুরু করেছিলেন প্রতিমা গড়া। আর সেই প্রতিমাই এখন এলাকার নজর কাড়ছে। আকাশের পরিবার আর্থিকভাবে খুব বেশি সচ্ছল না হলেও, তাঁর প্রচেষ্টায় পাশে দাঁড়িয়েছে বাবা-মা, দিদিও।
advertisement
advertisement
বাড়ির সামনেই দোকানে বসে ফাঁকা সময়ে তিনি তৈরি করেছেন প্রতিমাটি। এক মাসেরও বেশি সময় ধরে মাটিসহ পুরনো কাপড় ব্যবহার করে আকাশ গড়ে তুলেছেন দেবীমূর্তি। ফেলে দেওয়া কাপড় ব্যবহার করায় এই প্রতিমার মধ্যে পরিবেশ সচেতনতারও বার্তা ফুটিয়ে তুলছেন শিল্পী। দুই ফুট উচ্চতা ও প্রায় তিন ফুট চওড়া এই প্রতিমার ওজন হয়েছে মাত্র ৫০০ গ্রামের মতো। ইতিমধ্যেই প্রতিমায় চক্ষুদান সম্পন্ন হয়েছে।
advertisement
আকাশের কথায়, পুরনো জিনিস দিয়েও নতুন কিছু তৈরি করা সম্ভব। শিল্পের মধ্যে দিয়েই সেই বার্তাই পৌঁছে দিতে চাই। আর মাত্র কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে প্রতিমার সাজসজ্জা। ছাত্রের তৈরি এই প্রতিমা দেখতে এখন ভিড় জমছে গোলবাজারে তার দোকানের সামনে। পরবর্তীতে এই প্রতিমা নিয়ে বিশেষ ভাবনাচিন্তা রয়েছে শিল্পীর বলেও জানান।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 1:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মাধ্যমিক পরীক্ষার্থীর হাতেই অশোকনগরে তৈরি হচ্ছে অভিনব দুর্গা প্রতিমা!









