যাত্রাপালা থাকছে এবারও! চতুর্থীতে শুরু হয়ে গেল করন্দা মুখোপাধ্যায় বাড়ির পুজো

Last Updated:

চতুর্থীতে পুজো শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানের মেমারির করন্দা গ্রামের মুখোপাধ্যায় বাড়িতে। মা দুর্গার আগমন উপলক্ষ্যে এখানে সাতদিন ধরে চলে আনন্দ উৎসব।

যাত্রাপালা থাকছে এবারও, চতুর্থীতে শুরু হয়ে গেল করন্দা মুখার্জী বাড়ির পুজো
যাত্রাপালা থাকছে এবারও, চতুর্থীতে শুরু হয়ে গেল করন্দা মুখার্জী বাড়ির পুজো
যাত্রাপালা ছাড়া পুজোর অনুষ্ঠানের কথা ভাবা যেত না। সেই ধারা বজায় রেখে এবছরও নামী অপেরার যাত্রাপালার ব্যবস্থা রেখেছে পূর্ব বর্ধমানের মেমারির করন্দা গ্রামের মুখোপাধ্যায় বাড়ি। এছাড়াও পুজোর বিভিন্ন দিনে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। একসময়ের পারিবারিক পুজো আজ সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। করন্দার মহাপ্রভু পাড়ার মুখোপাধ্য়ায় বাড়ির সদস্যেরা পুজোর ব্যয়ভার বহন করলেও এই পুজোয় সার্বিকভাবে অংশগ্রহণ করেন গ্রামের বাসিন্দারা।
চতুর্থীতে পুজো শুরু হয়ে গেল পূর্ব বর্ধমানের মেমারির করন্দা গ্রামের মুখোপাধ্যায় বাড়িতে। মা দুর্গার আগমন উপলক্ষ্যে এখানে সাতদিন ধরে চলে আনন্দ উৎসব। নাচ গান যাত্রাপালা থেকে শুরু করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, একসঙ্গে খাওয়া দাওয়া- সব মিলিয়ে জমজমাট থাকে গোটা এলাকা।
করন্দা গ্রামের মহাপ্রভু পাড়ার এই পুজোর প্রতিষ্ঠাতা আশুতোষ মুখোপাধ্যায়। এই পুজো ইতিমধ্যেই দেড়শ বছর পার করেছে। আটের দশকে তাঁর পুত্র রামচন্দ্র মুখোপাধ্যায়ের সময়ে পরিবার নিদারুন আর্থিক সংকটে পড়ে। সেসময় কয়েক বছর প্রতিমা আনা সম্ভব হয়নি। লোককথা,তখন মা দুর্গা মলিন পোশাকে গ্রামে কেঁদে কেঁদে বেড়াতো। আশপাশের সব পরিবারেরই তখন আর্থিক অবস্হা খুব খারাপ ছিল। একটু স্বচ্ছলতা ফিরতেই ফের প্রতিমা এনে মায়ের পুজো শুরু হয়। তারপর থেকেই গ্রামের সকলের আর্থিক অবস্থার উন্নতি হয়। অনেকেরই বিশ্বাস, মায়ের কৃপাতেই সব হয়েছে। তাই পরিবারের পুজো হলেও গ্রামের সকলে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।
advertisement
advertisement
advertisement
পরিবারের সদস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘আগে এই গ্রাম বাংলার যাত্রার খুব চল ছিল। ধান কাটা হয়ে গেলে উৎসব পার্বনে যাত্রা হত। কলকাতার নামি অপেরার যাত্রা দেখতে অনেক দূর থেকে উৎসাহীরা ভিড় করত। এখন রিলসের জমানায় যাত্রার চল আর নেই বললেই চলে। তবে পুরনো রীতি মেনে আমরা যাত্রার চল রেখে দিয়েছি। গত বছরগুলির মতো এবারও যাত্রার দল আসছে। সেই যাত্রা দেখতে এখানকার বাসিন্দারা খুবই উৎসাহী।’
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যাত্রাপালা থাকছে এবারও! চতুর্থীতে শুরু হয়ে গেল করন্দা মুখোপাধ্যায় বাড়ির পুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement