Siliguri Durga Puja 2025: মণ্ডপে মণ্ডপে উচ্ছ্বাস, থিমে থিমে চমক! ছবিতে দেখুন শিলিগুড়ির সেরা সব দুর্গাপুজো

Last Updated:
শহর ভরে উঠেছে উৎসবের আনন্দে। দ্বিতীয় ও তৃতীয় দিনে শহরের বিগ বাজেট পুজো মণ্ডপগুলো দর্শনার্থীদের ঢলে উপচে পড়েছে।
1/15
শহর ভরে উঠেছে উৎসবের আনন্দে। দ্বিতীয় ও তৃতীয় দিনে শহরের বিগ বাজেট পুজো মণ্ডপগুলো দর্শনার্থীদের ঢলে উপচে পড়েছে। মেয়র গৌতম দেব উদ্বোধন করেছেন প্রায় সব বড় মণ্ডপ, আর সেই সঙ্গে প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের আগ্রহ ও উদ্দীপনা যেন একাকার হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
শহর ভরে উঠেছে উৎসবের আনন্দে। দ্বিতীয় ও তৃতীয় দিনে শহরের বিগ বাজেট পুজো মণ্ডপগুলো দর্শনার্থীদের ঢলে উপচে পড়েছে। মেয়র গৌতম দেব উদ্বোধন করেছেন প্রায় সব বড় মণ্ডপ, আর সেই সঙ্গে প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের আগ্রহ ও উদ্দীপনা যেন একাকার হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/15
হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব: ৫৬ তম বর্ষ, থিম “তিন কাল”।
হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব: ৫৬ তম বর্ষ, থিম “তিন কাল”।
advertisement
3/15
জনস্রি ক্লাব: দিঘার জগন্নাথ মন্দিরের আদলে সাজানো ৫৬ তম বর্ষের পুজো।
জনস্রি ক্লাব: দিঘার জগন্নাথ মন্দিরের আদলে সাজানো ৫৬ তম বর্ষের পুজো।
advertisement
4/15
রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ: ৭৭ তম বর্ষ, থিম “মোবাইল আসক্তি ও শিশু”।
রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ: ৭৭ তম বর্ষ, থিম “মোবাইল আসক্তি ও শিশু”।
advertisement
5/15
চম্পাসারির জাতীয় শক্তি সংঘ: ৪৩ তম বর্ষ, চন্দ্রদ্বয় মন্দিরের আদলে মণ্ডপ।
চম্পাসারির জাতীয় শক্তি সংঘ: ৪৩ তম বর্ষ, চন্দ্রদ্বয় মন্দিরের আদলে মণ্ডপ।
advertisement
6/15
সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি: ৬৩ তম বর্ষ, থিম “মাটির টান”।
সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি: ৬৩ তম বর্ষ, থিম “মাটির টান”।
advertisement
7/15
শক্তিগড় উজ্জ্বল সংঘ: ৭২ তম বর্ষ, বিশেষ আকর্ষণ “ডিজনিল্যান্ড”।
শক্তিগড় উজ্জ্বল সংঘ: ৭২ তম বর্ষ, বিশেষ আকর্ষণ “ডিজনিল্যান্ড”।
advertisement
8/15
সুব্রত সংঘ: ৬৮ তম বর্ষ, থিম “প্রকৃতি”।
সুব্রত সংঘ: ৬৮ তম বর্ষ, থিম “প্রকৃতি”।
advertisement
9/15
যুব জ্যোতি সংঘ: ৪২ তম বর্ষ, থিম “পিঞ্জিরে প্রাণ ও মুক্তি”।
যুব জ্যোতি সংঘ: ৪২ তম বর্ষ, থিম “পিঞ্জিরে প্রাণ ও মুক্তি”।
advertisement
10/15
কলেজপাড়া পুজো কমিটি: ৭৫ তম বর্ষ, থিম “শুদ্ধ সূচি”।
কলেজপাড়া পুজো কমিটি: ৭৫ তম বর্ষ, থিম “শুদ্ধ সূচি”।
advertisement
11/15
রথখোলা স্পোর্টিং ক্লাব: ৬০ তম বর্ষ, আকর্ষণ “ত্রুম্বক”।
রথখোলা স্পোর্টিং ক্লাব: ৬০ তম বর্ষ, আকর্ষণ “ত্রুম্বক”।
advertisement
12/15
অরুণোদয় সংঘ: ৬৩ তম বর্ষ, মণ্ডপসজ্জা “শাড়ি-গামছা ও ডাকের সাজ”।
অরুণোদয় সংঘ: ৬৩ তম বর্ষ, মণ্ডপসজ্জা “শাড়ি-গামছা ও ডাকের সাজ”।
advertisement
13/15
রবীন্দ্র সংঘ: ৭৪ তম বর্ষ, থিম
রবীন্দ্র সংঘ: ৭৪ তম বর্ষ, থিম "নিরব নায়ক"।
advertisement
14/15
বৃষ্টি থাকলেও ভিড় কমেনি! শিলিগুড়িবাসী আগেভাগে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন, কারণ পরবর্তীতে ভিজে মণ্ডপ দেখা কঠিন হয়ে যেতে পারে।
বৃষ্টি থাকলেও ভিড় কমেনি! শিলিগুড়িবাসী আগেভাগে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন, কারণ পরবর্তীতে ভিজে মণ্ডপ দেখা কঠিন হয়ে যেতে পারে।
advertisement
15/15
শহরে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে—মণ্ডপে মণ্ডপে উদ্দীপনা, থিমে থিমে নতুন আকর্ষণ! (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
শহরে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে—মণ্ডপে মণ্ডপে উদ্দীপনা, থিমে থিমে নতুন আকর্ষণ! (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement