Archery Competition : রাজ্য স্তরে সেরার শিরোপা! জলপাইগুড়ির একের পর এক প্রতিভা মাতিয়ে দিল তীরন্দাজি মঞ্চ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Archery Competition : জলপাইগুড়ির তোরোল পাড়ার পল্লী সংঘ শোভা বাড়ি ক্লাব প্রতিভাবান কিশোর কিশোরীদের খুঁজে এনে প্রশিক্ষণ দেয়। সেখান থেকেই চারজন পেয়েছেন সাফল্য।
advertisement
অনূর্ধ্ব-১৭ ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে জলপাইগুড়ির তিতাস বর্মন প্রথম স্থান অর্জন করেছে। একই বিভাগে জেলারই কর্ণদেব রায় চতুর্থ স্থানে পৌঁছেছে। অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে সেরা হয়েছে দেবপ্রিয়া সিংহ। অনূর্ধ্ব-১৯ ছেলেদের ইন্ডিয়ান রাউন্ডে প্রথম স্থান দখল করেছে আকাশ রায়, আর দ্বিতীয় হয়েছে শুভজিৎ রায়।
advertisement
advertisement
advertisement