Durga Puja 2025: বৃষ্টি-বাদল উপেক্ষা করে ট্রেন 'ধরতে' স্টেশনে উমা! প্রতিমাদর্শনে ভিড় উপচে পড়ল, ১১ বছর ধরে চলছে এমনই

Last Updated:

Durga Puja 2025: অসাধারণ প্রতিমার রূপ দেখতে প্রতি বছরই ভিড় জমে যায় স্টেশন চত্বরে। এ বছরে এমন দুর্যোগের দিনেও বাঁধ সাধেনি মানুষের ঢল। স্টেশনে ঠাকুর দর্শন হল, কোথায়?

+
প্রতিমা

প্রতিমা গাড়িতে তোলার আগের মুহূর্তে

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ট্রেনে চড়েই শান্তিপুর থেকে বনগাঁ রওনা উমার, শান্তিপুরের সাবেকি প্রতিমায় পুজো দীর্ঘ ১১ বছর ধরে। সাবেকি প্রতিমা গড়ায় মৃৎশিল্পীদের শিল্প দক্ষতার কারণে রাজ্যের বিভিন্ন স্থান-সহ জেলার ভরসার অন্যতম নাম শান্তিপুর। তাই দুর্গাপুজো-সহ বিভিন্ন প্রতিমা পুজোর আগে খোঁজ পড়ে শান্তিপুরের মৃৎশিল্পীদের।
এমনই এক শিল্পীর নাম গোরাচাঁদ পাল। দুর্গাপুজো, কালীপুজো-সহ বেশ কিছু সাবেকি পুজোর প্রতিমা নির্মাণে তিনি সিদ্ধহস্ত। আর তাঁর কাজের প্রতি আকৃষ্ট হয়ে বনগাঁর সুরঞ্জন মণ্ডল দীর্ঘ ১১ বছর ধরে তাঁর তৈরি মূর্তিতেই পুজো করে আসছেন। শান্তিপুর থেকে বনগাঁ বর্তমানে ট্রেন পথ চালু হওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে এর আগেও শান্তিপুর থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে বনগাঁ এভাবেই যেতেন মা দুর্গা।
advertisement
আরও পড়ুন: গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, নাছোড় ঝড়-জলে কবে ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট
অসাধারণ প্রতিমার রূপ দেখতে প্রতিবছরই ভিড় জমে যায় স্টেশন চত্বরে। মঙ্গলবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ট্রেন চলছে দেরিতে আর সেই কারণে শান্তিপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত ভক্তদের আরও বেশি ভিড় প্রতিমা দর্শন করতে।
advertisement
আরও পড়ুন: জলে ডোবা শহরের ফ্ল্যাট থেকে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে তীব্র চাঞ্চল্য!
প্রসঙ্গত, গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টির জলে একাধিক পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত। রেলপথে যাতায়াত বিঘ্নিত হয়েছে রেললাইনে জল ওঠার কারণে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মা দুর্গাকে লোকাল ট্রেনে বসিয়ে পাঠানো বেশ খানিকটা চ্যালেঞ্জের ব্যাপার হলেও সাধারণ মানুষের তৎপরতায় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গেই লোকাল ট্রেনের বিক্রেতা বগিতে টিকিট কেটেই উঠে পড়লেন দেবী দুর্গা!
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বৃষ্টি-বাদল উপেক্ষা করে ট্রেন 'ধরতে' স্টেশনে উমা! প্রতিমাদর্শনে ভিড় উপচে পড়ল, ১১ বছর ধরে চলছে এমনই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement