Durga Puja 2025: বৃষ্টি-বাদল উপেক্ষা করে ট্রেন 'ধরতে' স্টেশনে উমা! প্রতিমাদর্শনে ভিড় উপচে পড়ল, ১১ বছর ধরে চলছে এমনই
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Durga Puja 2025: অসাধারণ প্রতিমার রূপ দেখতে প্রতি বছরই ভিড় জমে যায় স্টেশন চত্বরে। এ বছরে এমন দুর্যোগের দিনেও বাঁধ সাধেনি মানুষের ঢল। স্টেশনে ঠাকুর দর্শন হল, কোথায়?
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ট্রেনে চড়েই শান্তিপুর থেকে বনগাঁ রওনা উমার, শান্তিপুরের সাবেকি প্রতিমায় পুজো দীর্ঘ ১১ বছর ধরে। সাবেকি প্রতিমা গড়ায় মৃৎশিল্পীদের শিল্প দক্ষতার কারণে রাজ্যের বিভিন্ন স্থান-সহ জেলার ভরসার অন্যতম নাম শান্তিপুর। তাই দুর্গাপুজো-সহ বিভিন্ন প্রতিমা পুজোর আগে খোঁজ পড়ে শান্তিপুরের মৃৎশিল্পীদের।
এমনই এক শিল্পীর নাম গোরাচাঁদ পাল। দুর্গাপুজো, কালীপুজো-সহ বেশ কিছু সাবেকি পুজোর প্রতিমা নির্মাণে তিনি সিদ্ধহস্ত। আর তাঁর কাজের প্রতি আকৃষ্ট হয়ে বনগাঁর সুরঞ্জন মণ্ডল দীর্ঘ ১১ বছর ধরে তাঁর তৈরি মূর্তিতেই পুজো করে আসছেন। শান্তিপুর থেকে বনগাঁ বর্তমানে ট্রেন পথ চালু হওয়ার পর অনেকটাই সুবিধা হয়েছে প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে এর আগেও শান্তিপুর থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে বনগাঁ এভাবেই যেতেন মা দুর্গা।
advertisement
আরও পড়ুন: গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, নাছোড় ঝড়-জলে কবে ভিজবে কোন কোন জেলা? আবহাওয়ার বড় আপডেট
অসাধারণ প্রতিমার রূপ দেখতে প্রতিবছরই ভিড় জমে যায় স্টেশন চত্বরে। মঙ্গলবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ট্রেন চলছে দেরিতে আর সেই কারণে শান্তিপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত ভক্তদের আরও বেশি ভিড় প্রতিমা দর্শন করতে।
advertisement
আরও পড়ুন: জলে ডোবা শহরের ফ্ল্যাট থেকে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার, বাঁশদ্রোণীতে তীব্র চাঞ্চল্য!
প্রসঙ্গত, গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টির জলে একাধিক পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত। রেলপথে যাতায়াত বিঘ্নিত হয়েছে রেললাইনে জল ওঠার কারণে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মা দুর্গাকে লোকাল ট্রেনে বসিয়ে পাঠানো বেশ খানিকটা চ্যালেঞ্জের ব্যাপার হলেও সাধারণ মানুষের তৎপরতায় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গেই লোকাল ট্রেনের বিক্রেতা বগিতে টিকিট কেটেই উঠে পড়লেন দেবী দুর্গা!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 9:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বৃষ্টি-বাদল উপেক্ষা করে ট্রেন 'ধরতে' স্টেশনে উমা! প্রতিমাদর্শনে ভিড় উপচে পড়ল, ১১ বছর ধরে চলছে এমনই