বাংলার বুকে নাটোরের রাজবাড়ি! রাজনন্দিনী রূপে ধরা দেবেন মা দুর্গা, কোথায় দেখা যাবে এই রাজকীয় মণ্ডপ?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Durga Puja 2025: বাংলাদেশের নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়িকে মডেল করে এবারের দুর্গাপুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। পর্বতকন্যা দেবী দুর্গা এখানে রাজসজ্জিত রাজনন্দিনী রূপে আবির্ভূত হবেন
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার বিগ বাজেট দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম নিতুড়িয়ার দুবেশ্বরী কোলিয়ারী সর্বজনীন দুর্গাপুজো। এই বছর তাঁদের থিম ‘রাজপ্রাসাদে রাজনন্দিনী’। ৩৫তম বর্ষে পদার্পণ করা এই পুজোয় এবার প্রায় ৩৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।
বাংলাদেশের নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়িকে মডেল করে এবারের মণ্ডপ তৈরি করা হচ্ছে। পর্বতকন্যা দেবী দুর্গা এখানে রাজসজ্জিত রাজনন্দিনী রূপে আবির্ভূত হবেন। রাজপ্রাসাদের আবহে প্রতিমার প্রতিটি অভিব্যক্তি, সাজসজ্জা ও আবহ সৃষ্টির মধ্য দিয়ে এক অনন্য নারীশক্তির ভাবনা তুলে ধরা হবে।
আরও পড়ুনঃ নাট-বল্টু, ভাঙা কাঠ…! ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর সামগ্রী! ভিনরাজ্যেও বিকোচ্ছে কাঁথির শিল্পীর হাতের কাজ
মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গোটা মণ্ডপ তৈরিতে বাঁশ, কাপড়, প্লাই, কাঁচ সহ নানা পরিবেশ-সহনশীল ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করা হচ্ছে। মণ্ডপের পাশাপাশি প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকছে অভিনবত্ব ও নতুনত্বের ছোঁয়া।
advertisement
advertisement
পুজো কমিটির অন্যতম সদস্য নবনী চক্রবর্তী বলেন, ‘প্রতিবছরই আমরা দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এই বছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় রাজপ্রাসাদে রাজনন্দিনী থিমে এই মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। দেবী দুর্গা যেমন শক্তির প্রতীক, তেমনই তিনি আমাদের কল্পনায় এবার এক রাজনন্দিনীর মর্যাদায় অধিষ্ঠান করবেন’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, রাজপ্রাসাদের মনোমুগ্ধকর সৌন্দর্য, গৌরবময় ঐতিহ্য এবং আধুনিক নারীবাদের এক অপূর্ব মেলবন্ধনে সেজে উঠছে দুবেশ্বরী কোলিয়ারী সর্বজনীন দুর্গাপুজো। দেবীর আরাধনায় রাজপ্রাসাদের রাজকীয় আবহে দুবেশ্বরী কোলিয়ারী সর্বজনীন দুর্গাপুজো মহামায়ার মহোৎসবে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলার বুকে নাটোরের রাজবাড়ি! রাজনন্দিনী রূপে ধরা দেবেন মা দুর্গা, কোথায় দেখা যাবে এই রাজকীয় মণ্ডপ?