নাট-বল্টু, ভাঙা কাঠ...! ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর সামগ্রী! ভিনরাজ্যেও বিকোচ্ছে কাঁথির শিল্পীর হাতের কাজ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Handmade Home Decor Items: শিল্পীর কথায়, তাঁর এই সৃষ্টিশীল কাজ শুধুমাত্র স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই তাঁর তৈরি জিনিসের সুনাম ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিশেষত পশ্চিম ভারতের ক্রেতাদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন
কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ দুর্গাপুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। আকাশে-বাতাসে উৎসবের গন্ধ, শহর থেকে গ্রামে সাজো সাজো রব। মণ্ডপ থেকে ঘরোয়া আয়োজন সবেতেই প্রস্তুতি চলছে। এদিকে পুজোর মরসুম মানেই নতুন কাপড়, নতুন সাজ ও ঘর সাজিয়ে তোলার ব্যস্ততা। এই সময় অনেকে শৌখিন জিনিসপত্র দিয়ে ঘরে এক নতুন আবহ আনতে চান। সেই সুযোগে চমক নিয়ে এসেছেন কাঁথির এক চিত্রশিল্পী অভিষেক নন্দী। ফেলে দেওয়া নাট-বল্টু, কাঠ ও নুড়ি পাথরকে কাজে লাগিয়ে তিনি তৈরি করছেন অভিনব ঘর সাজানোর শিল্পকর্ম।
শিল্পের প্রতি একান্ত ভালোবাসা থেকে অকেজো জিনিসকে নিজের সৃষ্টির উপাদান হিসেবে বেছে নিয়েছেন অভিষেক। ফেলে দেওয়া নাট-বল্টু, ভাঙা কাঠ, ছোট নুড়ি, পাথর এইসবকেই নতুন রূপ দিচ্ছেন তিনি। কারও কাছে অযথা বোঝা হলেও অভিষেকের হাতে পড়ে এগুলিই হয়ে উঠছে শৌখিন শিল্পকর্ম। ঝুলন্ত শো-পিস, টেবিল সাজানোর ডেকোর, দেওয়ালে টাঙানো নকশা সবকিছুর মধ্যেই ফুটে উঠছে অভিনবত্ব।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর থিমে বাল্যবিবাহ রোধ-সমাজ সংস্কারের বার্তা! বহরমপুরের মণ্ডপে বড় চমক, কোথায় তৈরি হচ্ছে জেনে নিন
শুধু ঘর সাজানোর সামগ্রী নয়, আসন্ন আলোর উৎসবকেও ভিন্ন মাত্রা দিতে চাইছেন শিল্পী। পুজোর মরসুমে প্রদীপের চাহিদা বাড়তে থাকে। তাই অভিষেক নানা ধরণের প্রদীপ তৈরি করছেন। মাটির প্রদীপ, জল প্রদীপ, সুগন্ধি প্রদীপ, জেল প্রদীপ- তাঁর ভাণ্ডারে কী নেই! প্রতিটি প্রদীপই অভিনব ডিজাইন ও রঙের ছোঁয়ায় তৈরি হচ্ছে। ঘর আলোকিত করার পাশাপাশি নান্দনিকতায় ভরিয়ে তোলার ক্ষমতাও রাখে এগুলি।
advertisement
advertisement
অভিষেকের কথায়, তাঁর এই সৃষ্টিশীল কাজ শুধুমাত্র স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই তাঁর তৈরি জিনিসের সুনাম ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিশেষত পশ্চিম ভারতের ক্রেতাদের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। স্থানীয় গ্রাহকরা যেমন আগ্রহ দেখাচ্ছেন, তেমনই অনলাইনের দৌলতে তাঁর কাজ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন ই-কমার্স অ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত শিল্পীর কাছে অর্ডার আসছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একজন স্বনির্ভর শিল্পী হিসেবে অভিষেক নন্দীর এই উদ্যোগ কেবল তাঁর প্রতিভারই প্রমাণ নয়, বরং পরিবেশ সচেতনতারও দৃষ্টান্ত। ফেলে দেওয়া জিনিসকে ব্যবহারযোগ্য করে তোলা যেমন পরিবেশ রক্ষায় সহায়ক, তেমনই মানুষকেও ‘বর্জ্য থেকেই সৃষ্টি’ ভাবনায় অনুপ্রাণিত করছে। অভিষেক আশা রাখছেন, আসন্ন পুজো তাঁর কাজে নতুন গতি আনবে। কারণ উৎসব মানেই নতুন সাজ, নতুন আনন্দ। তাঁর হাতে তৈরি প্রতিটি জিনিস সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলেই বিশ্বাস শিল্পীর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 2:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নাট-বল্টু, ভাঙা কাঠ...! ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর সামগ্রী! ভিনরাজ্যেও বিকোচ্ছে কাঁথির শিল্পীর হাতের কাজ