Durga Puja 2025 : একবার দেখলে চোখ ফেরানো দায়! উমার বিদায় বেলায় মণ্ডপে মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাওয়ার অবস্থা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Durga Puja 2025 : উমার বিদায়বেলায় পুরুলিয়ার ১০২ বছর অতিক্রম করা দিল্লীর স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির দেখতে ভিড় বলরামপুর ষোলআনা পুজো কমিটির পুজোয়। দুর্দান্ত সাজে সেজে উঠেছে বলরামপুরের এই পুজো মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!
বলরামপুর , পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই এই পাঁচটা দিনে যেন মন ভরে না বাঙালির। উমার বিদায়বেলাতেও মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়ার অন্যতম সেরা পুজোগুলির মধ্যে অন্যতম বলরামপুর ষোলআনা পুজো কমিটির পুজো।
প্রত্যেক বছরই নিত্য নতুন নতুন থিমের চমক দেখা যায় এখানে। এ-বছর ১০২ বছরে পদার্পণ করেছে তাদের এই পুজো। তাই এই বছরে তাদের থিম দিল্লীর স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। ১০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ।
আরও পড়ুন : আবার শুরু অপেক্ষা! উমা বিদায় পর্বে নিরাপত্তায় সজাগ দৃষ্টি, মহেশতলায় প্রতিমা নিরঞ্জনে নজিরবিহীন ব্যবস্থা
advertisement
advertisement
এ বিষয়ে বলরামপুর ষোলআনা দুর্গাপুজো কমিটির সম্পাদক কল্লোল দত্ত বলেন, আমরা প্রত্যেক বছর দর্শনার্থীদের নতুন নতুন থিমের পুজো মণ্ডপ উপহার দেওয়ার চেষ্টা করি। তাই বিভিন্ন ধরনের থিমের পুজো মণ্ডপ তৈরি করেছি। এ বছরের নতুন থিম দিল্লীর অক্ষরধাম।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মণ্ডপ দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে এক দর্শনার্থী জয়দেব হালদার বলেন , তিনি প্রত্যেক বছরই এই পুজো দেখতে আসেন। এ বছরও এসেছেন। তার খুবই ভাল লাগছে এই মণ্ডপ। দুর্দান্তভাবে সাজানো হয়েছে মণ্ডপ। জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম বলরামপুরের ষোলআনা কমিটির এই দুর্গাপুজো। প্রতিবছরই থিমের চমকে দর্শনার্থীদের মনে জায়গা করে নেন তারা। এ-বছরও তার ব্যতিক্রম হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 03, 2025 1:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : একবার দেখলে চোখ ফেরানো দায়! উমার বিদায় বেলায় মণ্ডপে মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাওয়ার অবস্থা