Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্যভাতা, গোপনে জমানো টাকা দিয়ে যা করল গ্রামের মহিলারা, শুনে 'থ' সকলে...

Last Updated:

Lakshmir Bhandar: গ্রামে ৫২ জন মহিলাদের মধ্যে কেউ কেউ তার এক মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ও কারোর বিধবা ভাতার টাকা ও কারোর বার্ধক্য ভাতার টাকায় এবার তারা শুরু করলেন দুর্গাপুজো।

+
মহিলারা

মহিলারা শুরু করলেন দুর্গাপুজো

নদিয়া:  লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় শুরু হল দুর্গাপুজো! নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় প্রথম দুর্গাপুজো শুরু করলেন মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারে এবার পুজো দিচ্ছেন নদিয়া জেলার মুরুটিয়া থানার অধীন দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মহিলারা।
মহিলারা যেমন গৃহ কাজে নিপুন করতে পারেন তেমন আজ মহিলারাও নেই পিছিয়ে, সেই কারণেই ওই গ্রামের ৫২ জন মহিলা মিলে এবার দিচ্ছেন দুর্গাপুজো। দক্ষিণ কৃষ্ণপুর গাম কৃষিপ্রধান এলাকা, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী।
advertisement
advertisement
সীমান্ত লাগোয়া এই গ্রামের জীবিকা কৃষিকাজ, এই গ্রামে ৫২ জন মহিলাদের মধ্যে কেউ কেউ তার এক মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ও কারোর বিধবা ভাতার টাকা ও কারোর বার্ধক্য ভাতার টাকায় এবার তারা মাসিক খরচ না করে সেই পুরো টাকাটা লাগাচ্ছেন তারা দুর্গাপুজোর কাজে, মহিলা পরিচালিত পুজো কমিটি তাদের এই প্রয়াস সকল দেশবাসীর কাছে একটা নতুন অধ্যায় এই চিত্র উঠে আসল আমাদের ক্যামেরায়।
advertisement
উল্লেখ্য আরজি কর কাণ্ডের পরে উৎসবের ফেরা কিংবা না ফেরা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে। কেউ কেউ বলছেন এ বছর তারা উৎসবে ফিরবেন না, আবার অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ হবে প্রতিবাদের মত কিন্তু উৎসবে ফিরতে হবে সকল খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে যারা উৎসবের এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর। তারই মধ্যে সরকারি অনুদান পাওয়া টাকা দিয়ে মহিলাদের পুজো করার সিদ্ধান্ত এক নজির স্থাপন করল জেলাতে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্যভাতা, গোপনে জমানো টাকা দিয়ে যা করল গ্রামের মহিলারা, শুনে 'থ' সকলে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement