Haridwar in Durga Puja: হরিদ্বার এবার শ্রীরামপুরে, দুর্গাপুজোয় দুর্গা ঠাকুর দেখতে এসে দেখে যান গঙ্গারতি

Last Updated:

Haridwar in Durga Puja : শ্রীরামপুরেই 'হর কি পৌরি ঘাট', পুজোর দিনে সন্ধ্যেবেলা হবে লাইভ গঙ্গাআরতি!

+
টুকরো

টুকরো হরিদ্বার তৈরি করা হয়েছে পুজো মন্ডপ উপলক্ষে

হুগলি: এবার এক টুকরো হরিদ্বার উঠে এসেছে শ্রীরামপুর নেতাজি নগর মোড়ের দুর্গা পুজোতে। হরিদ্বারের ল্যান্ডমার্ক হার কি পৌরি মন্দির ও ঘাট নির্মাণ করেছেন নেতাজি মোর সার্বজনীন। পুকুরের উপর তৈরি এই মণ্ডপ দেখলে মনে হবে যেন অবিকল হরিদ্বারে পৌঁছে গেছেন মানুষজন। রাতের বেলায় আলোর ছটার প্রতিচ্ছবি জলের মধ্যে পড়ায় অপরূপ মায়াবী পরিবেশ তৈরি করেছে গোটা মণ্ডপ জুড়ে।
হরিদ্বারের হর কি পৌরি ঘাট বিখ্যাত তাদের গঙ্গা আরতির জন্য। ঠিক একই রকম ভাবে এই মন্ডপে ও হবে গঙ্গা আরতি। তার জন্য বেনারস থেকে নিয়ে আসা হয়েছে সাত জনের বিশেষ ব্রাহ্মণ দলকে। যারা পুজোর পঞ্চমীর দিন থেকে নবমী পর্যন্ত সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি করবেন মন্ডপে দাঁড়িয়ে। সেই মোতাবেক তৈরি করা হয়েছে মঞ্চ। অবিকল যেন এক টুকরো হরিদ্বার উঠে এসেছে এই বছর নেতাজি মোর দুর্গা পূজোয়। মন্ডপের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে দেবী দুর্গার অপরূপ এক মূর্তি। রাতের বেলা আলোর রোশনাইতে সেই মূর্তি যেন আরও উজ্জীবিত হয়ে উঠেছে।
advertisement
advertisement
এ বিষয়ে পুজো উদ্যোক্তা পিন্টু নাগ তিনি বলেন, গঙ্গা আরতি দেখার ইচ্ছা মানুষের মধ্যে প্রবল। তবে এখান থেকে মানুষজন হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতি দেখবেন তা সব সময় সম্ভব হয়ে ওঠেনা। সেই কারণে একেবারে এক টুকরো হরিদ্বার তারা তুলে এনেছেন তাদের মন্ডপ সয্যার মধ্যে। মন্ডপ টি নির্মাণ করা হয়েছে পরিবেশ বান্ধবতার কথা মাথায় রেখে। বাঁশ কাঠ প্লাইউড ও কাপড় দিয়েই তৈরি হয়েছে গোটা মন্ডপ। পূজা উদ্যোক্তারা আশাবাদী এই বছর তাদের মন্ডপ দেখার জন্য বহু সংখ্যক মানুষের ভিড় জমবে।
advertisement
Rahee Halder
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haridwar in Durga Puja: হরিদ্বার এবার শ্রীরামপুরে, দুর্গাপুজোয় দুর্গা ঠাকুর দেখতে এসে দেখে যান গঙ্গারতি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement