Durga Idol Making: এখনও সেভাবে হচ্ছে না বৃষ্টি, পুজোয় ক্ষতি এড়াতে আগেভাগে প্রতিমা তৈরির হিড়িক

Last Updated:

Durga Idol Making: খাতায়-কলমে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও এখনও সেই অর্থে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি পুজোর ঠিক মুখে হতে পারে বলে মনে করছেন প্রতিমা শিল্পীরা। আর সেজন্য বৃষ্টি মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছেন তাঁরা

+
প্রতিমা

প্রতিমা

দক্ষিণ ২৪ পরগনা: আর কয়েকমাস পরেই দুর্গাপুজো। ইতিমধ্যেই বড় বড় পুজো কমিটিগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় খুঁটিপুজো হয়েছে বা হচ্ছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত প্রতিমা শিল্পীদের। এবার দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি এখনও ভালভাবে শুরু হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস এবং অভিজ্ঞতা মিলিয়ে মনে করা হচ্ছে, শরৎকালটা বৃষ্টিতে ভাসতে পারে। তাই ক্ষতি এড়াতে আগেভাগে প্রতিমা তৈরির হিড়িক পড়ে গিয়েছে কুমোরপাড়া-গুলোয়।
খাতায়-কলমে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও এখনও সেই অর্থে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি পুজোর ঠিক মুখে হতে পারে বলে মনে করছেন প্রতিমা শিল্পীরা। আর সেজন্য বৃষ্টি মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছেন তাঁরা। প্রতিমা শিল্পীরা মাটি তৈরি করছেন ঘেরা জায়গাতেই। সেখানে আবার পাখা লাগানোর বন্দোবস্ত করছেন। সূর্যালোকে শুকনো করার পরিবর্তে বাতাস দিয়ে শুকনো করার পদ্ধতি ব্যবহার করছেন।
advertisement
advertisement
সেই সঙ্গে প্রতিমা শুকনো করার জন্য একরম ফ্লেম ব্যবহার করছেন। প্রতিবছর বৃষ্টির জেরে যে সমস্যা হয় তা থেকে শিক্ষা নিয়ে এবছর আগেভাগেই কোমড় বেঁধে নেমেছেন মৃৎশিল্পীরা। বৃষ্টি হলেও কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছেন মৃৎশিল্পী অমিয় গায়েন।
advertisement
অমিয়বাবু এই এবছর ১০ টি প্রতিমা নিজে তৈরি করছেন। এছাড়াও তিনি জানিয়েছেন, প্রতিমা তৈরির পর প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়ার পথে বৃষ্টি হলেও সমস্যা নেই। তাঁরা এমন রং ব্যবহার করছেন যা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে না। ফলে বৃষ্টি যে এবছর প্রতিমা শিল্পীদের খুব একটা ক্ষতি করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Idol Making: এখনও সেভাবে হচ্ছে না বৃষ্টি, পুজোয় ক্ষতি এড়াতে আগেভাগে প্রতিমা তৈরির হিড়িক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement