Neuroscience: শিশুর মানসিক বিকাশে নিউরো সায়েন্স! এবার বসিরহাটেও মিলবে সুবিধা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Neuroscience: বর্তমান প্রজন্মে ইলেকট্রনিক গেজেট, মোবাইল, কম্পিউটারের বাড়বাড়ান্তে শিশুরাও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কথা বলার প্রবণতা ও কার্যক্ষমতা হারাচ্ছে মস্তিষ্ক। ঠিক এখানেই নিউরো সায়েন্সের গুরুত্ব
উত্তর ২৪ পরগনা: একটি শিশুর মানসিক বিকাশ, তার আচরণ, আবেগের মূল্যায়ন সহ একাধিক স্নায়ু সংক্রান্ত বিষয়ে বর্তমানে নিউরো সায়েন্স ও চাইল্ড ডেভলপমেন্টের অবদান অনস্বীকার্য। তবে নিউরো সায়েন্স কথাটি শুনলেই আমাদের চিকিৎসাশাস্ত্রের জটিল একটি অংশের কথা মাথায় আসে। তবে শিশুদের জন্য এই পদ্ধতি আসলে চিকিৎসা শাস্ত্র নয়। শিশুদের মানষিক বিকাশ, শিশুর শক্তি এবং দুর্বলতাগুলি বিলোপের পাশাপাশি তার অন্তর্নিহিত প্রতিভাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে এই বিশেষ শিক্ষা ব্যবস্থা।
বর্তমান প্রজন্মে ইলেকট্রনিক গেজেট, মোবাইল, কম্পিউটারের বাড়বাড়ান্তে শিশুরাও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কথা বলার প্রবণতা ও কার্যক্ষমতা হারাচ্ছে মস্তিষ্ক। এমতাবস্থায় বর্তমানে শিশুদের মানসিক চিন্তন ও প্রতিভাকে বিকশিত করতে অনেক বাবা-মা সন্তানের জন্য নিউরো সায়েন্স ও ডেভেলপমেন্ট বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। বহির্বিশ্বের পাশাপাশি দেশ তথা বড় বড় শহরের পাশাপাশি জেলার প্রান্তিক শহর বসিরহাটেও এই শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠান চালু হয়েছে।
advertisement
advertisement
মস্তিষ্কের বিকাশ, বৃদ্ধি শিশুদের সর্বোত্তম বিকাশ। সমাজের জন্য তা অত্যাবশ্যক বলে মনে করা হয়। শিশুদের সামাজিক, জ্ঞানীয়, মানসিক এবং শিক্ষাগত বিকাশ সঠিক মাত্রায় হওয়াটা অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে গবেষণা এবং আগ্রহের ফলে নতুন তত্ত্ব এবং কৌশল উদ্ভূত হয়েছে। বিশেষ করে এমন অনুশীলনের ক্ষেত্রে যা শিক্ষা ক্ষেত্রে বিকাশকে উন্নিত করে। আবার অনেক ক্ষেত্রে জেনেটিক ব্যাধি অথবা শিশুর জড়তা কাটিয়ে সাবলিলভাবে গড়ে তুলতে সাহায্য করে। আচরণগত শিশুরোগ বিশেষজ্ঞ, নার্স, মনোবিজ্ঞানী, আচরণগত পরামর্শদাতারা এই বিষয়টি মূল্যায়ন করেন এবং সেই অনুযায়ী পদক্ষেপের পরামর্শ দেন।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 10:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Neuroscience: শিশুর মানসিক বিকাশে নিউরো সায়েন্স! এবার বসিরহাটেও মিলবে সুবিধা