Agriculture Drone: কৃষিতে খরচ বাঁচতে ভরসা ড্রোন! কোথায় কিনবেন, সরকারি সাহায্য কীভাবে পাওয়া যাবে?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Agriculture Drone: ড্রোনের মধ্যে দিয়েই কীটনাশক স্প্রে হচ্ছে চাষের জমিতে। এমনই মহড়া দেখান হল নবগ্রামের কিষাণ মান্ডি এলাকায়। ড্রোনের মাধ্যমে দেখানো হয় কিভাবে কাজ করবে এই ড্রোন মেশিন। আর কৃষকরা যাতে সহজেই লোন নিতে পারেন তাও জানানো হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে।
মুর্শিদাবাদঃ এবার কৃষি কাজেও ব্যবহার হবে ড্রোন অভিনব ভাবনা নিয়েছে কৃষি দফতর। ড্রোনের মধ্যে দিয়েই কীটনাশক স্প্রে হচ্ছে চাষের জমিতে। এমনই মহড়া দেখান হল নবগ্রামের কিষাণ মান্ডি এলাকায়। ড্রোনের মাধ্যমে দেখানো হয় কিভাবে কাজ করবে এই ড্রোন মেশিন। আর কৃষকরা যাতে সহজেই লোন নিতে পারেন তাও জানানো হয়েছে কৃষি দফতরের পক্ষ থেকে।
ইতিমধ্যেই কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কৃষি কাজে আমূল পরিবর্তন এনেছে। তেমনই চাষের ক্ষেতেও কীটনাশক ওষুধ স্প্রে করার ক্ষেত্রেও আরও সহজ পদ্ধতি নিয়ে আসা হয়েছে প্রযুক্তি ব্যবহার করে।
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ভাবছেন? ট্রেনের টিকিটের চিন্তা? বড় সুখবর দিল রেল, এখনই জানুন
advertisement
জানা গিয়েছে, নবগ্রামের কিষাণ মান্ডি এলাকায় ডেমোর মাধ্যমে ড্রোনের সাহায্যে কৃষকেরা জমিতে ওষুধ স্প্রে কিভাবে করবেন দেখানো হয় তা চাষীদের। আর এই মেশিন দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায় সেখানে।
advertisement
শুধু স্প্রে নয় বহু সুবিধা রয়েছে। চাষীদের তিন বিঘা জমি খুব সহজেই বিষ স্প্রে করা হবে এই ড্রোন মেশিনের মাধ্যমে। তাতে সাশ্রয় হবে শ্রম, সময় ও অর্থ, চাষীদের সুবিধার্থে এমনই ভাবনা আধুনিক প্রযুক্তির।।
উপস্থিত চাষিরা জানান, অন্যান্য মেশিনের মাধ্যমে বিষ স্প্রে করেছেন বহু চাষী তবে এই নতুন প্রযুক্তি দেখে খুশি তারাও। সময়ের উন্নতির সঙ্গে সঙ্গে প্রযুক্তির উপর নির্ভর করে নিত্য নতুন যন্ত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাড়তি লাভের আশায় চাষিরাও। ফলে শ্রমিকের পরিশ্রম কমবে।
advertisement
FSSM ও CHC প্রকল্পের মাধ্যমে ড্রোন স্প্রে মেশিনের জন্য আবেদন করতে পারেন উদ্যোগী চাষীরা। জানিয়েছেন নবগ্রাম ADA বরুণ খাঁ। ইতিমধ্যেই বহু চাষী উদ্যোগী হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ড্রোনের দাম সাত লক্ষ টাকা। চাষীরা আবেদন করলেই তা পেতে পারেন ভর্তুকি নিয়ে। ধীরে যা ঋণ শোধ করে ড্রোন চাষীরা নিজেরাও ভাড়া দিতে পারবেন চাইলেই।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture Drone: কৃষিতে খরচ বাঁচতে ভরসা ড্রোন! কোথায় কিনবেন, সরকারি সাহায্য কীভাবে পাওয়া যাবে?