Kaushiki Amavasya-Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার কথা ভাবছেন? ট্রেনের টিকিটের চিন্তা? বড় সুখবর দিল রেল, এখনই জানুন

Last Updated:
Kaushiki Amavasya-Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবার কথা ভাবছেন? চিন্তা নেই এবার আরও সহজে রামপুরহাট পৌঁছবেন, পূর্ব রেল কৌশিকী অমাবস্যা উপলক্ষে স্পেশাল ট্রেন চালু করছে
1/8
বিখ্যাত শক্তিপীঠ, তারাপীঠ। প্রায় সারা বছর অসংখ্য ভক্ত সমাগম ঘটে তারাপীঠে। এই বিশেষ উত্‍সব উপলক্ষ‍্যে চলবে বিশেষ ট্রেন। কৌশিকী অমাবস্যা মেলা উপলক্ষে রামপুরহাটে চলবে বিশেষ ট্রেন।
বিখ্যাত শক্তিপীঠ, তারাপীঠ। প্রায় সারা বছর অসংখ্য ভক্ত সমাগম ঘটে তারাপীঠে। এই বিশেষ উত্‍সব উপলক্ষ‍্যে চলবে বিশেষ ট্রেন। কৌশিকী অমাবস্যা মেলা উপলক্ষে রামপুরহাটে চলবে বিশেষ ট্রেন।
advertisement
2/8
আধ্যাত্মিক এই উত্‍সবে আরও কয়েকগুণ ভক্ত সমাগম হয় প্রতিবছর। মা তারার আশীর্বাদ পেতে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয় এই তীর্থক্ষেত্রে।
আধ্যাত্মিক এই উত্‍সবে আরও কয়েকগুণ ভক্ত সমাগম হয় প্রতিবছর। মা তারার আশীর্বাদ পেতে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয় এই তীর্থক্ষেত্রে।
advertisement
3/8
তারাপীঠ পৌঁছুতে অধিকাংশ মানুষ ট্রেনযাত্রাই পছন্দ করে। সেই দিকে গুরুত্ব রেখেই পূর্ব রেলওয়ে প্রতি বছর ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।
তারাপীঠ পৌঁছুতে অধিকাংশ মানুষ ট্রেনযাত্রাই পছন্দ করে। সেই দিকে গুরুত্ব রেখেই পূর্ব রেলওয়ে প্রতি বছর ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।
advertisement
4/8
এই সময় ভক্তরা সমস্ত প্রতিকূলতা দূর করে রামপুরহাটে এসে তারা পীঠের এই পবিত্র উৎসবে যোগ দেন। কৌশিকী অমাবস্যা মেলায় তারা পীঠে পুণ্যার্থীদের ও যাত্রীদের ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য চলবে পূর্ব রেলের বিশেষ ট্রেন।
এই সময় ভক্তরা সমস্ত প্রতিকূলতা দূর করে রামপুরহাটে এসে তারা পীঠের এই পবিত্র উৎসবে যোগ দেন। কৌশিকী অমাবস্যা মেলায় তারা পীঠে পুণ্যার্থীদের ও যাত্রীদের ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য চলবে পূর্ব রেলের বিশেষ ট্রেন।
advertisement
5/8
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন ০২.০৯.২০২৪ (সোমবার), ০৩.০৯.২০২৪ (মঙ্গলবার) এবং ০৪.০৯.২০২৪ (বুধবার) এই তিন (৩) দিনের জন্য হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার জন্য বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন ০২.০৯.২০২৪ (সোমবার), ০৩.০৯.২০২৪ (মঙ্গলবার) এবং ০৪.০৯.২০২৪ (বুধবার) এই তিন (৩) দিনের জন্য হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার জন্য বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে।
advertisement
6/8
হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৫:৪৫ টায় ছাড়বে এবং একই দিনে সকাল ৯:৫০ টায় রামপুরহাট পৌঁছাবে এবং রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে বেলা ১১:৩২ টায় ছেড়ে একই দিনে বিকাল ৩:৫৫ টায় হাওড়া পৌঁছাবে।
হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৫:৪৫ টায় ছাড়বে এবং একই দিনে সকাল ৯:৫০ টায় রামপুরহাট পৌঁছাবে এবং রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে বেলা ১১:৩২ টায় ছেড়ে একই দিনে বিকাল ৩:৫৫ টায় হাওড়া পৌঁছাবে।
advertisement
7/8
এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই শেওড়াফুলি, ব‍্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনগুলিতে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা থাকবে।
এই বিশেষ ট্রেনটি উভয় দিকেই শেওড়াফুলি, ব‍্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনগুলিতে থামবে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা থাকবে।
advertisement
8/8
এর মাধ্যমে তারাপীঠে আসা পুণ্যার্থীদের কৌশিকী অমাবস্যা তিথির উৎসবে যোগদান আরও সহজ হবে। একইসঙ্গে চিন্তামুক্ত হয়ে উৎসব শেষে বাড়ি ফেরা নিশ্চিত করবে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা।
এর মাধ্যমে তারাপীঠে আসা পুণ্যার্থীদের কৌশিকী অমাবস্যা তিথির উৎসবে যোগদান আরও সহজ হবে। একইসঙ্গে চিন্তামুক্ত হয়ে উৎসব শেষে বাড়ি ফেরা নিশ্চিত করবে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা।
advertisement
advertisement
advertisement