Paschim Medinipur News: যুব প্রজন্মের মধ্যে নাটকের ধারা বহমান রাখতে আয়োজিত হল নাট্যোৎসব! কোথায় জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Paschim Medinipur News: যুব প্রজন্মের মধ্যে নাট্যচর্চার ধারাকে বহমান রাখতে চার দিন ব্যাপী নাট্য উৎসব আয়োজিত হল দাঁতনে।
পশ্চিম মেদিনীপুর: গতিশীল সমাজ ব্যবস্থায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের শিল্পচর্চা। মোবাইল, ইন্টারনেট, ওটিটির যুগে ক্রমশ অবলুপ্তির পথে বাংলার এক অন্যতম শিল্প নাট্যচর্চা। বর্তমান প্রজন্ম জানেইনা নাটকের গুরুত্ব কতটা? সমাজ উন্নতিতে মানুষের কাছে বার্তাবাহক হিসেবে নাটক কতখানি ভূমিকা পালন করে? একটি কোনও বিষয় নিয়ে সামান্য কিছুক্ষণের অভিনয় বদলে দিতে পারে মানুষের ভাবনা, বদল আনতে পারে সমাজে। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে নাট্যচর্চা। বর্তমান প্রজন্ম মুখ ফিরিয়েছে এই শিল্পকলা থেকে। তবে এলাকায় নাট্যচর্চার ধারাকে বহমান রাখতে এবং যুব প্রজন্মের মধ্যে নাট্যচর্চার প্রসার ঘটাতে চার দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করল দাঁতন উদ্যোগ নাট্য সংস্থা নামে এক সংগঠন।
গোটা একটা মঞ্চ। আলো ফেলে ধাপে ধাপে হচ্ছে বিভিন্ন দৃশ্যায়ন। মাত্র ঘণ্টা খানিকের একটি নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে একটি গোটা ঘটনা। ঠিক যেন এক ছোট্ট চলচ্চিত্র। একটি নাটকের মধ্যে তাকে অভিনয়, আলোকসজ্জা, রূপসজ্জা এবং আবহ। যার মধ্য দিয়ে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় সামাজিক নানা বিষয়কে। পরিবর্তন করতে পারে গোটা সমাজের নানা দিক। তুলে ধরতে পারে সমাজের ব্যাধি, কুসংস্কার, বাস্তব নানা কথা।
advertisement
চারদিন ব্যাপী পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে বহু নাট্যগোষ্ঠী তারা নাট্য প্রদর্শন করেন। শুধু বড়দের মধ্যে নাটকের ধারা বহমান রাখতে শুধু নয়, উদ্যোগ নাট্য সংস্থার উদ্যোগে এই নাট্য উৎসবের মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাদের কাছেও নাটকের প্রসার এবং প্রচার ঘটানো হয়েছে। বর্তমান প্রজন্ম মোবাইলে বুঁদ। তাদের মধ্যে নাটকের ধারণা আনতে এই উদ্যোগ।
advertisement
advertisement
বর্তমান নাটকে এগিয়ে আসছেন শিক্ষক, ব্যবসায়ী থেকে বহু মানুষ তবে সংখ্যাটা নিতান্তই সামান্য। তারা সমাজের মধ্যে বার্তা দিতে চাইছে সমাজ উন্নতিতে নাটকের ভূমিকা কতটা! মানুষের মনোরঞ্জনের বাইরে এসেও আদৌ কি মানুষ মনে রাখবে নাটকের গুরুত্ব কতখানি, এই নাট্য উৎসবের মধ্য দিয়ে সেই সফলতা পাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। তবে সমাজের কাছে অত্যন্ত প্রয়োজনীয় এই নাট্যচর্চা।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 4:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: যুব প্রজন্মের মধ্যে নাটকের ধারা বহমান রাখতে আয়োজিত হল নাট্যোৎসব! কোথায় জেনে নিন