Kali Puja 2024: রঙিন গামছা দিয়ে তৈরি কালী প্রতিমা! অভিনব ভাবনা এই প্রান্তিক শিল্পীর

Last Updated:

Kali Puja 2024: নানা রং বেরঙের গামছা দিয়ে তৈরি কালী প্রতিমা গড়ে নজির সৃষ্টি করলেন হাওড়ার শিল্পী শ্যাম জানা!১৪ ফুট উচ্চতা এবং ৯ ফুট চওড়ার এই প্রতিমাটি পাড়ি দেবে পার্শ্ববর্তী জেলায়।

+
রঙিন

রঙিন গামছা দিয়ে তৈরি কালী ঠাকুর 

হাওড়া: শিল্পী শ্যাম জানার হাতে তৈরি প্রতিমা মানেই অভিনবত্ব। এবার দুর্গাপুজোয় সুপারির তৈরি প্রতিমা, তারপর লক্ষীপুজোয় কয়েন-এর তৈরি প্রতিমার পর আসন্ন কালী পুজোয় নানা রঙের গামছা দিয়ে তৈরি প্রতিমা গড়ে নজির সৃষ্টি করলেন শিল্পী শ্যাম জানা ।
আরও পড়ুনঃ অমিতাভের সঙ্গে কাজেই রাতারাতি হিট! ২ ছবির পরই উধাও! কোটিপতি বাবার মেয়ের এ কীভাবে দিন কাটছে
উচ্চতায় ১৪ ফুট এবং চওড়ায় প্রায় ৯ ফুট এই কালী ঠাকুর তৈরিতে ব্যবহৃত হয়েছে লাল, নীল, সাদা, মেরুন, সবুজ থেকে শুরু করে নানা রং -এর গামছা। শুধু কালী প্রতিমাই নয় শিব থেকে শুরু করে প্রতিমার সম্পূর্ণ সজ্জায় ব্যবহৃত হয়েছে এই গামছা । এই প্রতিমাটি পাড়ি দেবে পার্শ্ববর্তী জেলায় |
advertisement
শিল্পী শ্যাম জানা হাওড়ার এক বিখ্যাত নাম, গত ১২ বছর ধরে নানা জিনিস দিয়ে থিমের প্রতিমা তৈরি করে হাওড়া সহ গোটা রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী। পেশায় তিনি কারখানার শ্রমিক। ২০১২ সালে প্রথম নিজের ইচ্ছেতে নারকেলের প্রতিমা তৈরি করেন।
advertisement
তারপর একের পর এক প্রতিমা কখনও সাবু, চিপস, ম্যাগির তৈরি প্রতিমা, কখনও কাঠ কয়লা, সুপারি, সন্দেশ, পাট-সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি প্রতিমা  করেছেন তিনি। সারাদিন অন্যান্য কাজে মধ্যে ব্যস্ত থাকলেও আরও নতুন কোন জিনিসে কীভাবে প্রতিমা তৈরি করা যায় তা নিয়ে অনবরত ভাবতে থাকেন শিল্পী।
advertisement
দুর্গাপুজোর সময় থেকেই দুর্গাপুজোর পাশাপাশি এই কালি প্রতিমা তৈরিতে হাত লাগিয়েছেন শিল্পী শ্যাম জানা | কয়েক বছর ধরে তাঁর প্রতিমা তৈরিতে মেয়ে সাহায্য করছে |ঠাকুরের চোখ আঁকা থেকে প্রতিমা তৈরিতে বাবাকে সাহায্য করে বলে জানাল মেয়ে স্বস্তিকা জানা | প্রতিমা তৈরীতে তাঁর অভিনব চিন্তাভাবনা মানুষকে মুগ্ধ করে, আর তাতেই শিল্পীর তৃপ্তি বলেই জানালেন শ্যাম জানা |
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2024: রঙিন গামছা দিয়ে তৈরি কালী প্রতিমা! অভিনব ভাবনা এই প্রান্তিক শিল্পীর
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement