East Bardhaman News: আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক বর্ধমানের ছাত্রের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
দীপান্বেষ দাস বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন। বর্ধমান শহরের বুকেই তাঁর বেড়ে ওঠা। ছোট থেকে খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল
পূর্ব বর্ধমান: আবারও সাভাতে চ্যাম্পিয়নশিপে পদক জয় বর্ধমানের দীপান্বেষ দাসের। আন্তর্জাতিক স্তরের সাভাতে প্রতিযোগিতায় লড়াই করে জোড়া স্বর্ণপদক জিতেছেন দীপন্বেষ। তাঁর এই সাফল্যে খুশি জেলার মানুষ থেকে পরিবারের সদস্য সকলে।
দীপান্বেষ দাস বর্তমানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন। বর্ধমান শহরের বুকেই তাঁর বেড়ে ওঠা। ছোট থেকে খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল। তাই বক্সিং ক্লাবে নিয়মিত অনুশীলন করতেন। সেখান থেকেই পা রাখেন কিক বক্সিংয়ের জগতে। ২১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চণ্ডিগড়ের সাভাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আন্তর্জাতিক সাভাতে চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর আয়োজন করা হয়। প্রায় ৩০০ জন প্রতিযোগী এই অংশগ্রহণ করেছিলেন। মধ্যেপশ্চিমবঙ্গ থেকে দীপান্বেষ ছাড়াও আরও বেশ কয়েকজন ছিলেন। তবে সবচেয়ে চোখ ধাঁধানো সাফল্য এসেছে তাঁরই। আন্ডার ৭৫ কেজি বডি ওয়েটে জোড়া স্বর্ণ পদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন এই বাঙালি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
দীপান্বেষ সাউথ এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ এবং সাভাতে ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কাপ মিলিয়ে দুটি স্বর্ণপদক জিতেছেন। এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। অবশ্য দীপান্বেষ এর আগেও আন্তর্জাতিক স্তরে পুরস্কার জিতেছেন। ইতিমধ্যেই নিজের একটি কোচিং সেন্টারও খুলেছেন। যেখানে অনেককে তিনি সাভাতে শেখান।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক বর্ধমানের ছাত্রের

