East Bardhaman News: 'পুলিশ নয়, যেন ভগবান'! হঠাৎ আদিবাসী বৃদ্ধার সার্টিফিকেট, কিন্তু কেন? 

Last Updated:

সুন্দরী হেমব্রমের বয়স ৬০ বছরেরও বেশি। তাঁকে বাড়িতে দেখার কেউ নেই। ছেলেরা ফেলে রেখে আগেই অন্যত্র চলে গিয়েছে

বৃদ্ধা মহিলা সঙ্গে ত্রিদিব রাজ 
বৃদ্ধা মহিলা সঙ্গে ত্রিদিব রাজ 
পূর্ব বর্ধমান: ‘পুলিশ নয়, উনি ভগবান’, ছোড়া ফাঁড়ির বড়বাবু ত্রিদিব রাজ সম্পর্কে এমনই মন্তব্য করলেন বৃদ্ধা সুন্দরী হেমব্রম। কিন্তু কেন? আসুন ওই বৃদ্ধার থেকেই বিষয়টি জেনে নেওয়া যাক।
সুন্দরী হেমব্রমের বয়স ৬০ বছরেরও বেশি। তাঁকে বাড়িতে দেখার কেউ নেই। ছেলেরা ফেলে রেখে আগেই অন্যত্র চলে গিয়েছে৷ পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের আমজরুলিয়া গ্রামে একাই থাকেন সুন্দরী। সেইভাবেই কোনরকমে কাটিয়ে দিচ্ছিলেন। তবে বার্ধ্যক্যজনিত রোগে ভুগে অনেকটাই দুর্বল হয়ে পড়েন। তার উপর এই তীব্র শীতে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই খবর গিয়ে পৌঁছয় ছোড়া ফাঁড়ির বড়বাবু ত্রিদিব রাজের কাছে। তিনি সঙ্গে সঙ্গে সুন্দরী হেমব্রমের বাড়িতে গিয়ে হাজির হন। এরপর ওই বৃদ্ধাকে তাঁর ঘর থেকে তুলে এনে টোটোয় চাপিয়ে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসা শেষে আবার সুন্দরী হেমব্রমকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে যান ওই পুলিশ কর্তা। তবে এখানেই শেষ নয়, বাড়িতে পৌঁছে দেওয়ার পরে ত্রিদিববাবু বৃদ্ধাকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ কিনে দেন এবং শীতবস্ত্রও প্রদান করেন। এদিকে বাড়িতে পুলিশ দেখে প্রথমে সুন্দরীদেবী ঘাবড়ে গেলেও পরবর্তীতে সবটা দেখে অত্যন্ত খুশি হয়েছেন। বলেন, পুলিশ নয়, উনি ভগবান! এই উপকার কোনওদিনও ভুলব না। এদিকে ওই পুলিশকর্তা বিষয়টিকে তেমন বড় করে দেখতে রাজি নন। তিনি জানিয়েছেন নিজের কর্তব্যটুকু পালন করেছেন শুধু।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: 'পুলিশ নয়, যেন ভগবান'! হঠাৎ আদিবাসী বৃদ্ধার সার্টিফিকেট, কিন্তু কেন? 
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement