#বর্ধমান: আবার সাফল্য। ফের সাফল্যের মুকুটে নতুন পালক। বিশ্বের ১৭ টি দেশের প্রতিপক্ষকে পেছনে ফেলে বিশেষ সাফল্য নিয়ে এলো পূর্ব বর্ধমানের (Bangla News) মেমারির দিগন্তিকা।আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিলেন ভারতের গর্ব দিগন্তিকা বোস।
আরও পড়ুন: উঠে আসবে চণ্ডী আর উর্বি, বউবাজারে মেট্রো প্রকল্পের গান এখন 'প্রাণের মাঝে আয়'!
দিগন্তিকা বোস বর্তমানে কে আর কলেজ অফ নার্সিং- ব্যাঙ্গালোর এর BSC নার্সিং এর ছাত্রী। তাই সে ইউনিভার্সিটি বিভাগে অংশ নেয়। এই বিভাগে দিগন্তিকা ব্রোঞ্জ পদক এনে দিল ভারতকে।গত ২৮ নভেম্বর সমাপ্তি অনুষ্ঠানে পদক জয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়। দিগন্তিকার এই আন্তর্জাতিক পদক জয়ের খবর আসতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পরিচিত মহলে। তার এই সাফল্যে খুশি বর্তমান কলেজ কর্তৃপক্ষ ও তার সহপাঠীরা।আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় 'বন্ধু', সনু নিগমের মুখেও এবার 'খেলা হবে' স্লোগান! তবে কি...
বিজ্ঞানের নয়া উদ্ভাবনে আগেই দেশের মধ্যে নজর কেড়েছিলেন দিগন্তিকা। ইতিমধ্যেই দেশের আঙিনা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পেয়েছে দিগন্তিকা। ফের আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জিতে তিনি দেশকে গর্বিত করলেন। তাঁর বাবা সুদীপ্ত বসু বলেন, আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় দিগন্তিকার সাফল্যে আমরা আপ্লুত। এই সম্মান ফের নতুন উদ্ভাবনে দিগন্তিকাকে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আশা রাখি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, West Bengal news