Kolkata Metro: উঠে আসবে চণ্ডী আর উর্বি, বউবাজারে মেট্রো প্রকল্পের গান এখন 'প্রাণের মাঝে আয়'!

Last Updated:

Kolkata Metro: বউবাজারের একটি নির্দিষ্ট জায়গায় কাট অ্যান্ড কভার পদ্ধতিতে ছাদ ঢালাই করে সুড়ঙ্গ নির্মাণ হবে। আর সেই কাজ শেষ হলেই মাটির নীচে জুড়ে যাবে হাওড়া-শিয়ালদহ মেট্রো সুড়ঙ্গ।

ইস্ট ওয়েস্ট মেট্রো
ইস্ট ওয়েস্ট মেট্রো
#কলকাতা: অসময়ে বউবাজারে চণ্ডী দর্শন! মাটির নীচে চাপা পড়ে থাকা সেই চণ্ডী এবার ধীরে ধীরে মাটির উপরে উঠে আসছে। মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro) অবশ্য বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই চান্ডি ওরফে চণ্ডী ও উর্বি নামের এই দুটি টানেল বোরিং মেশিনকে তুলে আনা হবে। আর সেই কাজ সম্পন্ন হলেই বউবাজারের একটি নির্দিষ্ট জায়গায় কাট অ্যান্ড কভার পদ্ধতিতে ছাদ ঢালাই করে সুড়ঙ্গ নির্মাণ হবে। আর সেই কাজ শেষ হলেই মাটির নীচে জুড়ে যাবে হাওড়া-শিয়ালদহ মেট্রো সুড়ঙ্গ।
২০১৯ সালের ৩১ অগস্ট ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহমুখী টানেল খননের সময়ে একটি দূর্ঘটনা ঘটে। বউবাজারে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। পাশের টানেল নির্মাণের কাজে নিযুক্ত টানেল বোরিং মেশিন উর্বি দিয়ে বাকি কাজ করা হয়। দীর্ঘ আট মাস ধরে বউবাজারের দূর্গা পিতুরি লেনের নীচে আটকে যায় দুই টানেল বোরিং মেশিন। এর মধ্যে উর্বিকে খন্ড খন্ড করে তুলে আনা হলে চন্ডীকে মাটির ওপরে তুলে আনায় একাধিক বাধা ছিল। সেই কাজের জন্যে বউবাজারে ৪০ মিটার দীর্ঘ, ১৫ মিটার প্রস্থ এবং ২২ মিটার গভীর একটা কংক্রিটের চৌবাচ্চা বানানো হয়।
advertisement
advertisement
আর সেখান দিয়েই দুই টানেল বোরিং মেশিনকে তুলে আনা হবে৷ কিন্তু মাটি খুঁড়ে চন্ডীর কাছে যেতে কালঘাম ছুটে যায় নির্মাণকারী সংস্থার আধিকারিকদের৷ খুশির খবর এটাই আপাতত দেখা মিলেছে চন্ডীর। তবে এটি তার নির্দিষ্ট অক্ষ থেকে ১.৫ মিটার নীচে হেলে গেছে। বউবাজারে মাটির ধস আটকানোর জন্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়। সুড়ঙ্গ জুড়ে দেওয়াল তৈরি করে প্রকোষ্ঠ বানানো হয়। তার মধ্যে বিশেষ রাসায়নিক পাঠানো হয়। যাতে আর নতুন করে ধস না নামে। মাটির স্থায়িত্ব বজায় থাকে৷
advertisement
আর এই রাসায়নিক মিশ্রণ পাঠাতে গিয়ে দেখা যায় সুড়ঙ্গ জুড়ে কংক্রিটের একটা শক্ত আস্তরণ তৈরি হয়ে গেছে। ফলে মাটির নীচে চাপা পড়ে থাকা টানেল বোরিং মেশিন চান্ডি ওরফে চন্ডীকে তুলে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে মেট্রো ইঞ্জিনিয়ারদের৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: উঠে আসবে চণ্ডী আর উর্বি, বউবাজারে মেট্রো প্রকল্পের গান এখন 'প্রাণের মাঝে আয়'!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement