South 24 Parganas News : বিবাহবিচ্ছেদের পর ফের মিলন, কিন্তু তারপরের পরিণতি আরও ভয়ঙ্কর! শোকে স্তব্ধ পরিবার
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News : স্ত্রীকে শেষ করে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। মাস কয়েক আগে হয়েছিল বিবাহ বিচ্ছেদ। তারপর আবার ফস্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন স্বামী।
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা, আনিশ উদ্দিন মোল্লা : নিজের স্ত্রীকে খুন করে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত স্বামী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার শ্যাওড়দাহ বাঁকির মোড় এলাকার ঘটনা। গত বুধবার তাসলিমা খাতুন নামে এক গৃহবধূকে তার স্বামী সাবির মোল্লা খুন করে। পরে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
জানা যায়, গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাসলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে তাসলিমা খাতুনের বিয়ে হয় মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া গ্রাম পঞ্চায়েতের বাঁকির মোড় এলাকার সাবির মোল্লার সঙ্গে।
advertisement
আরও পড়ুন : মহিলার কাণ্ডে তুমুল হইচই হাসপাতালে, কামড় খেয়ে সাপ সমতে হাজির চিকিৎসকের কাছে! সাহস দেখে অবাক সবাই
বিয়ের পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। প্রায় সাত মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পরে সাবির মোল্লা শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে অনুরোধ করে ফের বাড়িতে এনে সংসার শুরু করেন। তাদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে বলে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও ‘গ্যারান্টি’ নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে
কিন্তু, গত বুধবার আবার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে সাবির মোল্লা স্ত্রীকে ঘরের মধ্যে খুন করেন বলে অভিযোগ। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সবদিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 16, 2025 1:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : বিবাহবিচ্ছেদের পর ফের মিলন, কিন্তু তারপরের পরিণতি আরও ভয়ঙ্কর! শোকে স্তব্ধ পরিবার