৫০ দিনে ৭.৫ লক্ষ মানুষের জীবন বদলে দিল অভিষেকের 'সেবাশ্রয়'! চিকিৎসা থেকে টিউমার অপারেশন! কী কী পরিষেবা পাবেন?
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: ৫০ দিনে সাড়ে সাত লক্ষ মানুষ উপকৃত, ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার স্বাস্থ্য ক্যাম্প নিয়ে খুশি অভিষেক বন্দোপাধ্যায়।
ডায়মন্ডহারবার: ৫০ দিনে, প্রায় ৭.৫০ লক্ষ বেশি মানুষ উপকৃত–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচীর মধ্যে দিয়ে। ডায়মন্ড হারবারের সাংসদ বছরের শুরুতেই তার নিজের সংসদীয় এলাকায় এই কর্মসূচী গ্রহণ করেছিলেন।
সেবাশ্রয় শুরুর পর মাত্র ৫০ দিনের মধ্যে ডায়মণ্ড হারবারে পৌঁছে স্বাস্থ্য পরিষেবার মধ্যে দিয়ে, প্রায় ৭.৫০ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘সেবাশ্রয়’ বিনামূল্যে জীবনদায়ী চিকিৎসার পাশাপাশি, স্বাস্থ্য পরীক্ষা, ক্রিটিক্যাল কেয়ার প্রভৃতি জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘রাম’ শুধু মদ নয়, ‘মহৌষধ’! এইভাবে খেলেই ১০ রোগ থেকে মুক্তি…! জানেন রামের এই আশ্চর্য ‘গুণ’?
advertisement
সাংসদ নিজেই উল্লেখ করেছেন এর ফলে, ডায়মণ্ড হারবারকে এক দৃষ্টান্ত বা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।গত কয়েকদিনে এই স্বাস্থ্য ক্যাম্প থেকে, কৃতি মান্না ও আলতাফের মতো শিশু থেকে শুরু করে, বহু বয়স্ক নাগরিক যারা তারা তাদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।
advertisement
৯ বছর বয়সী শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে। আগের থেকে সুস্থ হওয়ার পর, তার পরিবারকে সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে এবং শিবিরের স্বেচ্ছাসেবকের সাহায্যে তার ফলোআপ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
অন্য একটি কেসে, বিশেষ উদ্যোগের মাধ্যমে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, মেরুদণ্ডের টিউমার নিয়ে ভুগতে থাকা শেখ হাসিবুল একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের জন্য নামকরা হাসপাতালে ভর্তি হবেন, অস্ত্রোপচারের পর তার বাম পায়ের অসাড়তার সমস্যা দূর হবে।
সেবাশ্রয় কেবল ডায়মণ্ড হারবারের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, এর পাশাপাশি হুগলি ও জলপাইগুড়ি-সহ অন্যান্য জেলায় অবস্থিত বেশ কিছু পরিবার স্পেশালিষ্ট চিকিৎসক দেখিয়েছেন। যদি কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, সমস্ত ব্যবস্থা করতে দেরি হবে না।
advertisement
চলতি সপ্তাহে, ছোট্ট শিশু নেহা মাঝি এবং আলমিশা খাতুন বেঙ্গালুরুর NIMHANS-এ উন্নত চিকিৎসা এবং চিকিৎসকদের পরামর্শ পেয়েছেন। নিজের সংসদীয় এলাকার জন্য নেওয়া এই কর্মসূচীর মাধ্যমে জনসংযোগেও জোর দেওয়া হয়েছে। সকলের কাছে সুস্বাস্থ্য পৌঁছে দেওয়ার বার্তা রয়েছে সমস্ত ক্যাম্প থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 9:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫০ দিনে ৭.৫ লক্ষ মানুষের জীবন বদলে দিল অভিষেকের 'সেবাশ্রয়'! চিকিৎসা থেকে টিউমার অপারেশন! কী কী পরিষেবা পাবেন?