'একটু শুনবেন?...' জল থেকে উঠে এলেন ৭৫-এর বৃদ্ধ, ঠকঠক করে কাঁপছেন...'পোশাক' নেই! যা বললেন তিনি, শুনে হতবাক সবাই!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Maha Kumbh: কনকনে ঠান্ডায় মহাকুম্ভে স্নান করছিলেন বৃদ্ধ। তাঁর পোশাক ছিল ভাইঝির জিম্মায়, পাড়ে। কিন্তু ডুব দিয়ে যখন উঠে এলেন ভিড়ের মধ্যে ভাইঝিকে আর খুঁজে পেলেন না। পোশাক ছাড়াই ঠকঠক করে কাঁপছিলেন ৭৫ বছর বয়সি রাম নিহোর প্রসাদ। এর পর যা হল, ম্যাজিক!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই মহাকুম্ভে ডিজিটাল খোয়া-পাওয়া কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কেন্দ্র হারিয়ে যাওয়া মানুষদের তাঁদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। কেন্দ্রের 'কুম্ভ ওয়ারিয়র্স'নিরলসভাবে ভক্তদের সহায়তা করছেন। শুধুমাত্র নিখোঁজ ব্যক্তিদের সন্ধানই নয়, তাঁদের নাম ঘোষণার মাধ্যমেও স্বজনদের কাছে ফিরিয়ে দিচ্ছেন।