অপেক্ষা আর কিছুদিনের! শ্রাবণের ২৫-এ বর্ধমানেশ্বরের জলাভিষেক! কাটোয়াতে ভাগীরথীর ঘাটে ভক্তদের ভিড়

Last Updated:

 শ্রাবণ মাসের ২৪ তারিখ বর্ধমানের প্রায় হাজার হাজার মানুষ হাজির হন কাটোয়া শহরে ২৫ তারিখ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে। 

+
কাটোয়া

কাটোয়া মরিঘাট 

কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: বর্ধমান শহরেই রয়েছেন বাবা বর্ধমানেশ্বর। শুধু আমাদের রাজ্যের না দেশের অন্যতম বড় শিবলিঙ্গ! আর প্রতিবছর শ্রাবণ মাসের ২৪ তারিখ বর্ধমানের প্রায় হাজার হাজার মানুষ হাজির হন কাটোয়া শহরে ২৫ তারিখ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে। বর্ধমান থেকে প্রায় সকল শিব ভক্ত প্রতিবছর শ্রাবণ মাসের ২৪ তারিখ কাটোয়া শহরে আসেন নদীতে জল নিতে। ভক্তরা জল নিয়ে পায়ে হেঁটে কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেন ২৫ শ্রাবণ বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশ্যে।
তবে ২৫ শ্রাবণ কেন? নেপথ্যে আছে বড় ইতিহাস। সাধারণত শ্রাবণ মাসের সোমবার গুলিতে বেশি ভিড় হয় ভক্তদের। কিন্তু বর্ধমান থেকে কয়েক হাজার ভক্ত কাটোয়া থেকে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালেন। ১৯৭২ সালে আবির্ভূত হন বর্ধমানেশ্বর বা মোটাবাবা। সেই উপলক্ষেই প্রতি বছর ২৫ শ্রাবণ বাবার আবির্ভাব দিবস পালন করা হয়। এই আবির্ভাব দিবসে প্রতিবছর কয়েক হাজার ভক্ত সমাগম হয়।
advertisement
এক ভক্ত জানান, “বর্ধমানেশ্বরের অবির্ভাব দিবস উপলক্ষে প্রতিবছর ২৪ তারিখ এসে জল নিয়ে গিয়ে ২৫ তারিখ জল ঢালি। বছর বছর ধরে এই নিয়মই চলে আসছে। এ দিন দেখা গিয়েছে, বর্ধমান থেকে কাটোয়ায় জল নিতে আসা এই ভক্তদের জন্য কাটোয়া পৌরসভার তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ভক্তদের জন্য ঘাটের কাছেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছে কাটোয়া পৌরসভা। বিভিন্ন স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের এই কাজের দায়িত্ব দিয়েছে কাটোয়া পৌরসভা।
advertisement
advertisement
এক স্বাস্থ্যকর্মী জানান, কাটোয়া পুরসভার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্প রাত ১০টা থেকে সাড়ে ১০’টা পর্যন্ত চলবে। ভক্তদের যাতে কোনওরকম শারীরিক অসুবিধা না হয় সেই কারণেই এই শিবিরের আয়োজন। প্রতিবছর ভক্তদের কথা মাথায় রেখে কাটোয়া পুরসভার তরফে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কাটোয়া থানার তরফ থেকেও পুলিশকর্মীরা রয়েছে, প্রথম থেকেই চালানো হচ্ছে কড়া নজরদারি। এবারে যেহুতু ভাগীরথী নদীর জল অনেকটাই বেড়েছে সেকারণে বাঁশের ব্যারিকেড করে স্নান ঘাট ঘিরেও রাখা হয়েছে ভক্তদের নিরাপত্তার জন্য। বর্তমানে বহু ভক্তের ভিড় রয়েছে এলাকায়, বিকেলের দিকে ভিড় আরও বাড়বে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অপেক্ষা আর কিছুদিনের! শ্রাবণের ২৫-এ বর্ধমানেশ্বরের জলাভিষেক! কাটোয়াতে ভাগীরথীর ঘাটে ভক্তদের ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement