Bengal Patachitra: কাগজ ছেড়ে শাড়ি, কাপ-প্লেটে ফুটে উঠছে পটের ডিজাইন

Last Updated:

Bengal Patachitra: মানুষের চাহিদার কথা ভেবে সাদা কাগজে কিংবা ক্যানভাসে পটের ডিজাইন নয়, এবার ছবি এঁকে কাস্টমাইজ করে দিচ্ছেন টি-শার্ট, শাড়ি, কেটলি, প্লেট, কাপ সহ বিভিন্ন জিনিস

+
কাস্টোমাইজ

কাস্টোমাইজ নানা জিনিস

পশ্চিম মেদিনীপুর: সুন্দর ডিজাইন করা একটি কাঠের প্লেট। তার উপর আরেকটি পটের ডিজাইনের কাপে চা দিয়ে পরিবেশন করা যাবে। তাই নয়, কাগজের উপর পটের নানা ছবি থাকবে আপনার টি শার্টে। শাড়ির আঁচলে থাকবে এই সব ডিজাইন। এমন‌ই সুন্দর সুন্দর কাস্টমাইজ নানা ব্যবহার্য জিনিসপত্র তৈরি করছেন এই বাংলার শিল্পীরা।
কাগজের উপর রং-তুলির আঁচড় কেটে ছবি ফুটিয়ে তোলাই শুধু নয়, এবার শাড়ি, পাঞ্জাবি সহ নানান ব্যবহার্য জিনিসের উপর পটের ডিজাইন ফুটিয়ে তুলছেন শিল্পীরা। মানুষের স্বাদে বদল আনতে এই বিশেষ শিল্প ভাবনা।
advertisement
পশ্চিম মেদিনীপুরের পিংলা বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে প্রায় শতাধিক পটশিল্পীর বসবাস। সকাল থেকেই প্রতিটি বাড়িতে রং-তুলি দিয়ে কাগজের উপর পটচিত্র আঁকার কাজ চলে। কখনও সামাজিক আবার কখনও নানান ধর্মীয় ছবি এঁকে এবং সমার্থক গান লিখে পরিবেশন করেন পটুয়ারা। তবে যত সময় এগোচ্ছে এখানকার শিল্পীরা নিজেদের শিল্পকলাতেও পরিবর্তন আনছেন। মানুষের চাহিদার কথা ভেবে সাদা কাগজে কিংবা ক্যানভাসে পটের ডিজাইন নয়, এবার ছবি এঁকে কাস্টমাইজ করে দিচ্ছেন টি-শার্ট, শাড়ি, কেটলি, প্লেট, কাপ সহ বিভিন্ন জিনিস। বাজারে চাহিদাও রয়েছে বেশ।
advertisement
পিংলার নয়াগ্রাম বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে শতাধিক পটুয়া পরিবারের বসবাস। সকাল থেকে তাঁরা বিভিন্ন ছবি এঁকে, বংশপরম্পরায় জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে মানুষের স্বাদে বদল আনতে পটের ডিজাইন ফুটিয়ে তোলা হচ্ছে কাস্টমাইজ কাপ, প্লেট, ঘর সাজানোর উপকরণ, টি-শার্ট, শাড়ি সহ একাধিক জিনিসের উপর। বাজারে এই সকল জিনিস বিক্রি হচ্ছে সামান্য দামে। কাগজের পটের চেয়েও ব্যবহার্য এই সকল জিনিস বেশি কিনছে সাধারণ মানুষ।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Patachitra: কাগজ ছেড়ে শাড়ি, কাপ-প্লেটে ফুটে উঠছে পটের ডিজাইন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement