River Dam Repair: ভেসে যাবে গোটা গ্রাম, বাঁধ বাঁচাতে রাত থেকেই কাজ শুরু

Last Updated:

River Dam Repair: আলিপুরদুয়ার জেলার উত্তর যশোডাঙা এলাকায় বামনি নদীর বাঁধের একাংশ ভেঙেছিল গত বছর। সোমাবার সকালে ফের বাঁধের একাঁশ ভেঙে যায়

কাজ চলছে 
কাজ চলছে 
আলিপুরদুয়ার: জেলায় বামনি নদীর পাড় ভাঙনের আতঙ্ক। যশোডাঙায় বামনি নদীর বাঁধের ভাঙন ঠেকাতে সোমবার রাত থেকেই জোর তৎপরতার সঙ্গে শুরু হয়েছে কাজ। এই বাঁধ ভেঙে গেলে ভেসে যাবে গোটা গ্রাম।
আলিপুরদুয়ার জেলার উত্তর যশোডাঙা এলাকায় বামনি নদীর বাঁধের একাংশ ভেঙেছিল গত বছর। সোমাবার সকালে ফের বাঁধের একাঁশ ভেঙে যায়। উত্তরবঙ্গে গত কিছুদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে সব নদীতে। তারি ধাক্কায় বামনি নদীর বাঁধের আরও বেশ কিছু অংশ ভেঙে যায়। ‌পুরো বাঁধ ভেঙে গেলে বামনি নদীর জল ঢুকে যাবে যশোডাঙা এলাকায়। গ্রামবাসীদের এই আশঙ্কার কথা পৌঁছে যায় প্রশাসনের কাছে।
advertisement
advertisement
তারপরই নড়েচড়ে বসেন প্রশাসনিক আধিকারিকরা। সোমবার রাত থেকে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধ সংরক্ষণের জন্য বাঁশ ও বালির বস্তা ব্যবহার করা হচ্ছে। মাটির বাঁধের ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে চলছে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ। যদিও এই তড়িঘড়ি কাজ নিয়ে মুখ খোলেনি প্রশাসন। এই কাজে গ্রামবাসীরাও হাত লাগান।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
River Dam Repair: ভেসে যাবে গোটা গ্রাম, বাঁধ বাঁচাতে রাত থেকেই কাজ শুরু
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement